মানবতার কল্যাণে নানা ধরনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নকারী সংগঠন ‘রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় অপরাজেয় বাংলাদেশ আদ্রিতা শেল্টার হোমের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক লায়ন জাহেদুল করিম বাপ্পী এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন- আমরা ভেবে দেখেছি কি? এসব সুবিধা-বঞ্চিত মানুষ কীভাবে আছে? কেমন করে চলছে তাদের জীবনযাত্রা? প্রশ্ন থেকে যায়। আমাদের দেশে যারা বিত্তশালী লোক রয়েছে, তারা যদি মানবিকতায় উদ্ধুদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাহলে এসব সুবিধা-বঞ্চিত মানুষ কষ্টের মধ্যদিয়ে জীবন-যাপন করতে হয় না। তারা হাসি-খুশিতে জীবন-যাপন করতে পারে। এছাড়া মানবিকতার পরিচয় বহন করতে বিত্তশীল হওয়া জরুরি নয়। বরং উদার মানসিকতার অধিকারী এবং চিন্তাশীল হওয়া জরুরি।
শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় জিন্নাত আরা বেগমের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ ই এপ্রিল) সন্ধ্যায় নগরীর স্টেশন রোড দি সিটি সুপার কমপ্লেক্সের ৩য় তলায় অনুষ্ঠিত মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মুরাদ আহম্মেদ শাওন, জুমায়দুল ইসলাম, শফিউল আযম, জিয়াউল হক মালেকী, জাফর সাদেক নয়ন, ইমরান,স্বর্ণ, সাবরিনা, সজীব প্রমুখ।