নান্দনিক ও অত্যাধুনিক সরকারি ভবন নির্মাণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
সম্প্রতি নির্মাণ কাজ শেষ হওয়া এই সুদশ্য ভবনটিই কক্সবাজারের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সরকারি ভবন।
১০ তলা বিশিষ্ট এই ভবনটিকে সাজানো হয়েছে অত্যন্ত নান্দনিক রূপে। এই ভবনটিতে রয়েছে আধুনিক সবকিছু।
আগামী ১৮ মে ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১০ কোটি টাকায় নির্মিত কউক ভবনটির নির্মাণ শৈলী ও সৌন্দর্য্য ইতিমধ্যে কক্সবাজারের সর্বমহলে আলোচিত হয়েছে।
কি কি রয়েছে এই ভবনে- সেটা জানতে অনেকের কৌতুল রয়েছে। ভবনটিতে যা রয়েছে:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, ভবনটির একদম বেইজম্যান্ড গ্র্যাউন্ড ফ্লোর ২২ হাজার ২৫ স্কয়ার ফিট, গ্রাউন্ড ফ্লোর ১৬ হাজার স্কয়ার ফিট, প্রথম ফ্লোর ২০ হাজার ৮৮২ স্কয়ার ফিট, দ্বিতীয় ফ্লোর ১৬ হাজার ৭৭ স্কয়ার ফিট, তৃতীয় ফ্লোর ১৯ হাজার ৫৩১ স্কয়ার ফিটসহ সর্বমোট ১ লক্ষ ৯৩ হাজার ৮১ স্কয়ার ফিট।
এর মধ্যে রয়েছে মাল্টিপারপাস হল, ওয়াটার হারভেস্টিং, সোলার সিস্টেম, অগ্নিনির্বাপক ব্যবস্থা, রেস্ট হাউজ, ওয়াইজোন, রেস্টুরেন্ট সিসি ক্যামেরাসহ সবধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা।
ভবনটি নির্মাণকালে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিলো। কিন্তু নির্মাণ কাজের কোন জটিলতা সৃষ্টি হতে দেয়া হয়নি। কাজের গুণগতমান এবং নির্মাণকাজে দায়িত্বরত সকল কর্মকর্তারা নজরদারিতে ছিল। এ কারণে কোন অনিয়ম ঘটেনি, টাকাও সাশ্রয় হয়েছে।
২০১৬ সালে যাত্রা করেছিলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার স্বল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি আলোচিত প্রকল্প বাস্তবায়ন করেছে উন্নয়ন কর্তৃপক্ষ। এই গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানটি পরিসর আরো বাড়াতে হাতে নেয়া হয় সুউচ্চ ও সুরম্য বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্প।
কউক চেয়ারম্যান লে. ক. ফোরকান আহমদ জানান,
২০১৭ সালের ৬ মে প্রধামন্ত্রী শেখ হাসিনা ১০ তলা বিশিষ্ট কউক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বরাদ্দ দেয়া হয় ১১৪ কোটি ৪১ লাখ টাকা। এরই মধ্যে শেষ হয়েছে কাজ আর বেচে গেছে ৪ কোটি ৩১ লাখ টাকা। বেছে যাওয়া এই টাকা সরকারি কোষাগারে ফেরত দিচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ।