1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. nrghor@gmail.com : Nr Gh : Nr Gh
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল পোড়ানো ও খুনের মামলায় অভিযুক্তদের গ্রেফতার দাবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুইমারাতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন। ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন-জাহাঙ্গীর কবির তাজুল ইসলাম মোল্লার মৃত্যুতে আ’লীগ নেতা ইঞ্জি. শফিকুলের শোক প্রকাশ নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক চৌদ্দগ্রামের শ্রীপুরে যশপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নকলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ। মীরসরাইয়ে চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল পোড়ানো ও খুনের মামলায় অভিযুক্তদের গ্রেফতার দাবি

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬৫ বার

চট্টগ্রাম পটিয়া উপজেলার ৮ নং কাশিয়াইশ ইউনিয়নে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পোড়ানো এবং একটি খুনের মামলায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন এলাকার চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম।

আজ ২৩ মে এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকার বাসির পক্ষে এ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম বলেন , গত ১৮/০৫/২০২২ তারিখ রাত আনুমানিক ১০-৪৫ মিনিটে ৮ নং কালিয়াইশ ইউনিয়নের মো. কাইছ, পিতা-হাজী ইউছুফ সওদাগর, সাং-বুধপুরা (কালু মেম্বারবাড়ি)-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী অত্র এলাকায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিতে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে এবং উল্লাসে মেতে ওঠে (পটিয়া থানা, মামলা নম্বর :২৫, ২১.০৫.২০২২, ধারা১৪৩/৪৩৬/৪২৭/৫০৬)।
চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম এ সময়ে ঘটনার বর্ণণা দিয়ে বলেন, মো. কাইছ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন এবং নির্বাচনে তার ব্যাপক জনপ্রিয়তা ও বিপুল জয়ে ঈর্ষান্বিত হয়ে তাকে সমাজে অপদস্থ ও হেয় প্রতিপণœ করার উদ্দেশ্যে একটির পর একটি প্রতিহিংসামূলক কর্মকান্ড পরিচালনা করেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবুল কাশেম অভিযোগ করেন, মো. কাইছ তার প্রতি বিদ্বেষ, ক্ষোভ এবং প্রতিহিংসাবশত গত ২২ এপ্রিল রাতে একদল সমাজবিরোধী সন্ত্রাসীদের নিয়ে অত্যন্ত অমানবিক ও পৈশাচিকভাবে তার ছোট ভাই এ বি এম সোহেল চৌধুরীকে হত্যা করে। যা পরদিনের সব ইলেকট্রনিক মিডিয়া ও পত্র পত্রিকায় সবিস্তারে উঠে আসে।
তিনি আরো অভিযোগ করে বলেন, মো. কাইছ গংরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পোড়ানোসহ তাদের এসব খুনখারাবি, সন্ত্রাসের বিষয় ধামাচাপা দেয়ার জন্যে গত ২১ মে চট্টগ্রাম প্রেসক্লাবে মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নামে কাল্পনিক, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করে।

এ হত্যাকান্ডের ঘটনায় গত ২৩/০৪/২২ তারিখে মো. কাইছকে প্রধান আসামি করে কাইছ গংদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করা হয়েছে (মামলা নং -৪০(৪)২২, ধারা ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২ পেনাল কোড)।

ওই সংবাদ সম্মেলনে মো. কাইছ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে নানা অসংলগ্ন এবং মনগড়া তথ্য প্রকাশ করেছেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।
মো আবুল তার বক্তব্যে বলেন, মো. কাইছ তার ওই সংবাদ সম্মেলনে একই সঙ্গে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্য করে তাদের কার্যকলাপ সম্পর্কেও মানহানিকর, অমর্যাদাকর বক্তব্য উপস্থাপন করার ধৃষ্টতা দেখিয়েছেন।

পটিয়া উপজেলার ৮ নং কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম সংবাদ সম্মেলনে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জাতির পিতার ম্যুরাল পোড়ানোর সঙ্গে যুক্ত এসব রাষ্ট্র ও সমাজ বিরোধীদের অপতৎপরতা বন্ধে এবং তার ভাইয়ের হত্যাকন্ডে অভিযুক্ত খুনি চক্রকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার কার্যকরের মাধ্যমে আইনগত পদেক্ষেপ গ্রহণের আবেদন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2022 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম