আজ রবিবার (১ মে) সকালে লাকসাম জংশন থেকে নোয়াখালীগামি নোয়াখালী এক্সপ্রেস লাকসাম-নোয়াখালী রুটের লাকসাম পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবক নোয়াখালী জেলার সোনাপুর এলাকার লুৎফর রহমানের ছেলে ইমরান (২২)।
ইমরানের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে বলে জানিয়ে ওসি বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
সহযাত্রীর বরাত দিয়ে জসিম উদ্দিন জানান, নিহত যুবক ঢাকায় একটি গ্রিলের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছিলেন তিনি।
নিহতের ছোট ভাই মিজান বলেন, ‘ভাইয়া গতকাল রাতেই তার বেতনের টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছিলেন। মায়ের জন্য কাপড় কিনেছিলেন, সেটা নিয়েই তিনি বাড়ি ফিরছিলেন।’