চট্টগ্রামস্থ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সৌজন্যে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ নাসিম মেম্বার বলেন- মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যাদের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি তাদের প্রতি ধলই ইউনিয়ন বিএনপি চির কৃতজ্ঞ।
উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নাসিম মেম্বার বলেন- হাটহাজারী উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের সফলতা এনে দেওয়ার জন্য উনাদের প্রতি ধলই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা রহিল।