ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ এক ভিন্ন আয়োজন করলো হারাখাল স্পোর্টিং ক্লাব।
কুমিল্লা জেলার লাকসাম থানার অর্ন্তগত উত্তরদা ইউনিয়নে হারাখাল গ্রাম।এই গ্রামেই ২০১০ সালে এলাকার কিছু শিক্ষিত যুব সমাজ মিলে একটা সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটায়।যা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের সেবা দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে সংগঠনটি।তাদের এই কর্মসূচিগুলোকে এলাকার মানুষ সাধুবাদ জানায়।সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান সভাপতি সামসুদ্দোহা রিপন ও সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন নুরুল হক মির্জা। বর্তমানে উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রাশেদুল হক ঝিকু্ ও উপকমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আক্কাস।
তারই অংশ হিসেবে এবার এলাকায় ভিন্ন এক আলোচনা তাদের নাম আসছে।হারাখাল গ্রামেই দীর্ঘ কয়েকটি বছর এক অশুভ অদৃশ্য শক্তির কারণেই সমাজ ভিন্ন হয়ে রয়েছে। ঈদের জামায়াত হতো পাড়া-পাড়া ভিত্তিক। তাই তারা সম্পূর্ণ ভিন্ন এক স্লোগানে এই সমাজের মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই অশুভ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে,এই সমাজে লড়তে হবে এই প্রতিপাদ্য কে সামনে রেখে সামনে চলা।
রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। আসন্ন ঈদুল ফিতরের জামায়াতকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি শেষ করতে সক্ষম হয়েছে হারাখাল স্পোর্টিং ক্লাব। ঈদের জামায়াতের জন্য প্রস্তুত হারাখাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান।দীর্ঘদিন যাবত প্রতিকূল আবহাওয়া ও করোনা মহামারির কারণে হারাখাল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। সরজমিনে গিয়ে দেখা যায় ঈদগাহ মাঠের সকল কাজ সম্পন্ন। লাইটিং
করে পুরোই আলোকসজ্জা করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটা প্রবেশ গেইট তৈরি করা হয়েছে।ময়দানের ভিতরে সামিয়ানার কাজ শেষ পর্যায়ে।
এলাকাবাসী কয়েকজনকে এ বিষয়ে প্রশ্ন করলে তারা বলেঃ-আমরা অত্যান্ত আনন্দিত যে আমরা কয়েকবছর পর একসাথে এলাকার সবাই মিলে নামাজ আদায় করবো,সবার সাথে কুশল বিনিময় করবো।বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি হারাখাল স্পোর্টিং ক্লাবকে যে তারা এতো বছর পর এতো সুন্দর আয়োজন করতে পেরেছে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সামসুদ্দোহা রিপন বলেন,আমরা ২০১০ সাল থেকেই এই সংগঠনের কল্যানে এলাকার গরিব দুঃখিদের মাঝে আমরা বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় ঈদ উপহার, গরিব মেধাবীদের সহযোগিতা, সহ এলাকার বিভিন্ন কল্যানমূলক কাজ করতে সক্ষম হয়েছি।
স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ওমর মামুন (শিক্ষক) বলেন,আমাদের সংগঠনের অক্লান্ত পরিশ্রমের আমরা আজ এই পর্যন্ত এসে পৌঁছেছি,পরিশ্রম কখনো বৃথা যায় না।আমাদের কে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে সামনে ও হবে আমাদের কাজ অব্যাহত থাকবে।আমাদের সাথে আছে মানুষের ভালোবাসা।
এলাকার মেম্বার জনাব মাসুদুল হক মেম্বার বলেন,ঈদগাহের ব্যাপারে আমাকে এলাকার মানুষকে নিয়ে অনেকবার বসতে হইছে। আমাদের সমাজ আজ ঐক্যবদ্ধ,সব কিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় ঈদগাহে যথাসময়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।বিশেষ করে এই মহৎ উদ্যোগ নেওয়াতে হারাখাল স্পোর্টিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ।