1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. nrghor@gmail.com : Nr Gh : Nr Gh
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার'র নবনির্বাচিত সভাপতি মির্জা মিশকাতের রহমান ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুইমারাতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন। ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন-জাহাঙ্গীর কবির তাজুল ইসলাম মোল্লার মৃত্যুতে আ’লীগ নেতা ইঞ্জি. শফিকুলের শোক প্রকাশ নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক চৌদ্দগ্রামের শ্রীপুরে যশপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নকলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ। মীরসরাইয়ে চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার’র নবনির্বাচিত সভাপতি মির্জা মিশকাতের রহমান ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ১০৩ বার

মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০ মে শুক্রবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি মহিবুল হাসান সজীব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় সভায় গঠিত দুই বছর মেয়াদী একুশ সদস্য বিশিষ্ট নবীন কার্যকরি পরিষদ (২০২২-২০২৪) এর সদস্যরা হলেন মির্জা মিশকাতের রহমান- সভাপতি, আবদুল্লাহ আল নোমান রাজু-সিনিয়র সহ সভাপতি, রিপন কুমার দাশ-সহ সভাপতি, সৈকত চৌধুরী-সাধারণ সম্পাদক, মো. আকবর হোসেন- সহ সাধারণ সম্পাদক, নাঈমুল হাসান-সাংগঠনিক সম্পাদক, আলী হায়দার চৌধুরী- সহ সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ আল মাহমুদ-অর্থ সম্পাদক, মো. আলাউদ্দীন- সহ অর্থ সম্পাদক, রিয়াজ উদ্দীন রাকিব-দপ্তর সম্পাদক, ইমতিয়াজ বাবু- সহ দপ্তর সম্পাদক, সাজিদ উল্যাহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক, অন্তু কুমার পাল-পাঠাগার সম্পাদক, ইমন চৌধুরী- পরিকল্পনা ও সমাজকল্যাণ সম্পাদক, অমিত হাসান- শিক্ষা ও সাহিত্য সম্পাদক, মোহাম্মদ আরিফ হোসেন- ক্রীড়া সম্পাদক, প্রান্ত চৌধুরী -সাংস্কৃতিক সম্পাদক, ফখর উদ্দীন- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মনির হোসেন পাভেল- আইন ও তথ্য-প্রযুক্তি সম্পাদক, কার্যকরি সদস্য- জাফর ইকবাল ও আহাদ উদ্দীন।
এছাড়া কার্যকরি পরিষদের সহায়ক উনত্রিশ সদস্য বিশিষ্ট নয়টা উপ-পরিষদ গঠন করা হয়। (২০২২-২৪) উপ পরিষদ সমূহের সদস্যরা হলেন শিক্ষা পরিষদের আহবায়ক- রাহি বিন আজাদ, যুগ্ম আহবায়ক- আজিজুল হাকিম, যুগ্ম আহবায়ক- মো. হাসান, সদস্য সচিব- আসিফুল ইসলাম, ক্রীড়া পরিষদের আহবায়ক- অনিক ভৌমিক, যুগ্ম আহবায়ক- নুর উদ্দীন শাকিল, যুগ্ম আহবায়ক- জোবায়ের আলম অপু, সদস্য সচিব- নুরের নবী, যুগ্ম সচিব- সজীব হোসেন, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক- শাখাওয়াত হোসেন রণি, যুগ্ম আহবায়ক- ছাদিয়া সুলতানা, যুগ্ম আহবায়ক- ফারিয়া মেহজাবিন ফেমী, সদস্য সচিব- শিমুল মজুমদার, স্বাস্থ্য পরিষদের আহবায়ক – আল আমিন, সদস্য সচিব- মো. ইব্রাহীম, পাঠাগার পরিষদের আহবায়ক- মাহমুদুল ইসলাম সোরাইয়েম, যুগ্ম আহবায়ক- মেহেদী হাসান, সদস্য সচিব- মো. ইব্রাহীম, যুগ্ম সচিব- নাহিদুল ইসলাম, সমাজকল্যাণ পরিষদের আহবায়ক- শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক- নাহিদুল আলম, সদস্য সচিব- আরমান হোসেন, পরিবেশ পরিষদের আহবায়ক- নাঈমুর রহমান সামির- আহবায়ক, সদস্য সচিব- ছায়েম উদ্দীন, যুগ্ম সচিব – নাদির হোসেন রাকিব, দপ্তর পরিষদের আহবায়ক- জহির উদ্দীন, সদস্য সচিব- ইফতেখার উদ্দীন ও আইটি পরিষদের আহবায়ক- শাহ ইফরাত চৌধুরী, সদস্য সচিব- যুবায়েত আলম সাকিব।
সভার শেষ পর্যায়ে নবীন কার্যকরি পরিষদ ও উপ-পরিষদ সমূহের সদস্যদের অভিষেক, দায়িত্ব হস্তান্তর এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবীন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবেন এমনটাই প্রত্যাশা দুর্বারদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2022 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম