কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি হানিফ পরিবহণে তল্লাশী চালিয়ে ৬ রোহিঙ্গাকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটকদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।
সোমবার (১৬ মে) রাত ৮ টার সময় এ অভিযান চালানো হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার। পরে তাদেরকে ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার জানান, কক্সবাজার শহর থেকে যাত্রীবাহি এসি হানিফ পরিবহণ ( নং- ঢাকা মেট্রো-ব-৮৫৫৮) বাস যোগে ঢাকায় যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮ টার সময় সার্জেন্ট রাজ এর নেতৃত্বে ট্রাফিক পুলিশ ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসটি তল্লাশী চালায়। এসময় আটক করা হয় ৬ জন রোহিঙ্গাকে। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছে।
তারা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বেরিয়ে এসে ঢাকায় যাচ্ছিল।
ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার আরও জানান, আটকদের ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। যাত্রীবাহি বাসটি ছেড়ে দেয়া হয়েছে।
একটি সুত্র জানিয়েছেন, রোহিঙ্গা নারী ও পুরুষকে
বিদেশ পাচার করে দিতে এসি হানিফ পরিবহণ যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল পাচারকারী চক্র।
এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিমের সরকারী মোবাইল নাম্বারে একাধিক বার রিং করার পরেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।