ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুমিল্লার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন তিতাস উপজেলার এসিল্যান্ড কেএম আবু নওশাদ।
শ্রেষ্ঠত্বের বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন কেএম আবু নওশাদ নিজেই।
তিনি বলেন, এমন কৃতিত্বে সত্যিই গর্বিত। এমন কৃতিত্বে জেলা প্রশাসক, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সব কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে উপজেলা ভূমি অফিসসহ সব ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ও উপজেলার সকলে পাশে ছিলেন বলেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি।