1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামাআতে নামাজ পড়ে লাকসামে সাইকেল পেল ১৯ জন শিশু-কিশোর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার টিসিবি’র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী মাগুরায় বিনা,র  মাঠ দিবস অনুষ্ঠিত রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত সংস্কার ছাড়া নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদ জন্ম নেবে: গোলাম পরওয়ার আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর আদর্শচ্যুতিতেই গড়ে উঠে আয়নাঘর-টর্চার সেল- মাহমুদুর রহমান সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই

জামাআতে নামাজ পড়ে লাকসামে সাইকেল পেল ১৯ জন শিশু-কিশোর

এম.এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৪৯ বার

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ইতালি প্রবাসী এক যুবক। আর সেই ঘোষণায় উৎসাহিত হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে কুমিল্লা লাকসামে ৮/১৫ বয়সের ১৯ জন শিক্ষার্থী শিশু-কিশোর।
ইতালী প্রবাসী জাছিফ আলমের পরিচালনায় ও “আইয়ান আয়াশ মানবতার ফাউন্ডেশন” এর ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করা হয়।

উপজেলার বাকই দক্ষিণ ইউপির অশ্বদিয়া হাফেজিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ১০ মে (মঙ্গলবার) বিজয়ইদের মাঝে
এ সাইকেল দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন আগে উপজেলার অশ্বদিয়া গ্রামের মরহুম জাহাঙ্গীর হোসেন ছেলে ইতালী প্রবাসী জাছিফ আলম এলাকায় ঘোষণা দিয়েছিলেন, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তা হলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।ঘোষণার পর থেকে অনেক শিশু কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা তা হিসার রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকত তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। তবে সে চাইলে তার নাম আবার লিখিয়ে নতুন করে নামাজের দিন গণনা শুরু করতে পারত। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ১৯ জন বিজয়ী হয়। প্রতিযোগিতা চলাকালীন তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসায়ালাও শেখানো হয়, সেই সঙ্গে তালিম-তরবিয়ত এবং নামাজের প্রতি মানুষকে আহ্বানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। সমাজসেবক ইটালি প্রবাসী
জাছিফ আলমের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

“আইয়ান আয়াশ মানবতার ফাউন্ডেশন” এর পরিচালক ইটালি প্রবাসী জাছিফ আলম মুঠোফোনের মাধ্যমে প্রতিবেদককে বলেন, সমাজ ধ্বংসের ধারপ্রান্তে, বর্তমান তরুণরা নানা ধরনের অন্যায় অপরাধ কাজের সাথে জড়িত, মোবাইলের প্রতি আসক্ত তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে আমার এই উদ্যোগ। তিনি আরো ও বলেন, নামায প্রতিযোগিতা শুধুমাত্র শিশুবয়সী তরুণদের উৎসাহ প্রদান করা, কোনো গেইম বা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে পাঁচ ওয়াক্ত নামায আদায় করা।

সমাজ সেবক ও ছাত্রনেতা আশিকুর রহমান (জন) বলেন,বর্তমান সময়ে আকাশ সংস্কৃতির ছোঁয়ায় আমাদের শিশু-কিশোররা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই শিশু কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকরা এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত মানবসেবায় এগিয়ে আসা,মানবতার জন্য কাজ করা,মানুষের জন্য সেবামূলক কাজ করা।তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনার সন্তান যে কারণে পুরস্কার পেলেন সেটির ধারাবাহিকতা রক্ষা করতে সন্তানদের সহযোগিতা করুন, আপনি নিজেও নামাজী হোন, পরিবারকেও নামাযী করুন।দেখবেন বাংলাদেশ একদিন শান্তির দেশে পরিণত হবে, যে সমাজে নামাজী আছে সে সমাজে কখনো কোন অন্যায় জুলুম-পাপাচার থাকতে পারেন না।

বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান আমিনের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম বেওয়ারিশ ফাউন্ডেশন এর পরিচালক ও পিপিএম এর পুলিশের কর্মকর্তা শওকত হোসেন, বিশেষ অতিথি অশ্বদিয়া ইসলামীয়া এমদাদুল উলুম মাদ্রাসার সভাপতি ক্বারী আব্দুল মান্নান, মাদ্রাসার পরিচালক ক্বারী আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন,মুস্তাকিম,আসলাম,শাকিব,আবু মুছা,মাহমুদুল,আরমান,শাহরিয়া,রবিউল,তাহমিদ,মেহেদী, আসিফ,মারুফ,আবু বকর, সুফিয়ান, তানভীর,আব্দুর রহমান, সামির, আনাস, রবিন।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, মাষ্টার জসীম উদ্দিন, কামাল হোসেন, নজরুল মিয়াজী,ফোরকান মিয়াজী,সাকিল,ইব্রাহীম খলিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net