“রক্তের যদি হয় প্রয়োজন, এগিয়ে যাবে আপনজন” এই স্লোগানকে বুকে ধারণ করে কুমিল্লা তিতাসে একঝাক তরুণ তরুণীদের নিয়ে ২০১৭ সালের পহেলা মে প্রতিষ্ঠিত হওয়া স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “আপনজন” ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৬ মে) বিকেল ৩ টায় উপজেলার কড়িকান্দিস্থ জিনিয়াস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ।
সংগঠনের সভাপতি মনিরা আক্তার ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কাজী নাহিদ, প্রচার সম্পাদক শান্তা ভূঁইয়া, এসফার সভাপতি ইন্জিনিয়ার মাসুদ, সাধারণ সম্পাদক ইকরাম সরকারসহ তিতাস উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দরা।
এসময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সাংবাদিকদেরে হাতে সম্মাননা স্বারক ও চাবির রিং তুলে দেওয়া হয়।