মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে ২টি মুদি দোকান, ১টি কুলিং কর্নার ও ১টি কাঁচা বাজারের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে ।
সোমবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর স্টেশনের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কয়েকটি দোকান পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।