1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ; পলাতক শিক্ষক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার টিসিবি’র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী মাগুরায় বিনা,র  মাঠ দিবস অনুষ্ঠিত রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত সংস্কার ছাড়া নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদ জন্ম নেবে: গোলাম পরওয়ার আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর আদর্শচ্যুতিতেই গড়ে উঠে আয়নাঘর-টর্চার সেল- মাহমুদুর রহমান সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

রামগড়ে শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ; পলাতক শিক্ষক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৫৯ বার

খাগড়াছড়ির রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ ঘটনার স্বীকার এক ছাত্রীর পরিবার শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
জানা যায়, রামগড় সদর ইউনিয়নের থানাচন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির দুই স্কুল ছাত্রীকে একই স্কুলের সহকারী শিক্ষক মো. বেলায়েত হোসেন (৪২) শ্লীলতাহানি করে। অভিযুক্ত বেলায়েত হোসেন লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মে বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেন বাড়ির কাজ দেখানোর কথা বলে ঐ ছাত্রী সহ অপর এক ছাত্রীকে ক্লাসরুমে থাকতে বলে।পরবর্তীতে শ্রেণীকক্ষে একজনকে ১ম বেঞ্চে এবং অপরজনকে পিছনের বেঞ্চে বসিয়ে হাতের লেখা লিখতে বলেন। এসময় পিছনের বেঞ্চে বসা ছাত্রীর পাশে বসে তার র্স্পশকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। এ বিষয়ে কাউকে যাতে না বলে সেজন্য অভিযুক্ত শিক্ষক ছাত্রীটির হাতে ১শত টাকাও দেন।

মামলার বাদী ছাত্রীর মা ফুলবালা ত্রিপুরা বলেন, মেয়ে স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে তাকে ঘটনাটি জানায়। সে এলাকাবাসী ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদকে জানালে তাদের সহযোগিতায় ১৩ মে শিক্ষক বেলায়েতে হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করেন। তিনি নরপশু ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দেবী জানান, স্কুল ছুটির পর বাসায় পৌছার পর সহকারি শিক্ষক মিজানুর রহমান তাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। তিনি বলেন, তাদের স্কুলের প্রায় ছাত্রছাত্রীই ত্রিপুরা জনগোষ্ঠীর। তিনি আরো বলেন, ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় স্কুল এলাকার জনগের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানায়, স্কুলের প্রধান শিক্ষিকা স্কুল ছুটির আগে প্রায়সময় চলে যান। উনি থাকলে অপকর্ম করতে ঐ শিক্ষক সাহস পেতোনা। তারা আরো জানান অভিযুক্ত শিক্ষক এর আগেও এক ছাত্রীকে শ্লীলতাহানি করে। সামাজিক কারনে বিষয়টি গোপন রেখেছে ছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়া হলে তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠানো হবেনা। তারা স্কুল বয়কটেরও ঘোষণা দেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net