1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোস্বামী দুর্গাপুর ইউপির পরিত্যক্ত ভবনের জীবনের ঝুঁকি নিয়ে চলছে অফিসের কার্যক্রম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

গোস্বামী দুর্গাপুর ইউপির পরিত্যক্ত ভবনের জীবনের ঝুঁকি নিয়ে চলছে অফিসের কার্যক্রম

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ২৫৮ বার

কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় দীর্ঘ ২৫ বছর ধরে ঝুঁকি পুর্ন ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বররা। তারা জরাজীর্ণ ভাঙ্গাচোড়া পরিত্যাক্ত এই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়নে বসবাসরত ২২ হাজার মানুষকে সেবা দিয়ে চলেছেন। বর্তমান চেয়ারম্যান লাল্টু রহমান ২০২২ সাল থেকে আবারো ঝুঁকি মাথায় নিয়ে কার্যক্রম পরিচালনা করে চলেছেন। ভবনের এ অবস্থা দেখে নির্বাচিত চেয়ারম্যান মেম্বার সহ এলাকাবাসীরা খুবই চিন্তিত।

দীর্ঘদিন ধরে ভবনটির জরাজীর্ণ অবস্থা হওয়ার ফলে চেয়ারম্যান ও মেম্বরা হতাস হয়ে পড়েছেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে যাওয়া নারী পুরুষ সকলেই আতংকে পরিষদে ঢুকতে ভয় পায়। যার ফলে পরিষদের ভবন নিয়ে সকলেই আতংকিত।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপির সাথে নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদের এমন বেহাল দশা নিয়ে আলোচনা হয়েছে, যা না দেখলে বিশ্বাস করা যায়না।
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকি পুর্ন অবস্থায় রয়েছে এবং ব্যবহারের সম্পুর্ন অনুপযোগী তার পরে ও আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করে সেবা দিয়ে যাচ্ছি। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপিকে জানানো হলে তিনি মৌখিকভাবে ভবন নির্মাণের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস দেন। প্রসঙ্গত, এর আগে ১৯৬৬ সালে আমার দাদা গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানা অবস্থায় খোদাবক্স ডাক অফিসের ভবন ব্যবহার ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়েছে। সেই থেকেই এখন পর্যন্তও এই ভবনটিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছে। ইউনিয়ন পরিষদের অবস্থা বেহাল দশা হওয়ার পরও ভবন নির্মানের কাজ আলোর মুখ দেখেনি এখনও। নতুন ভবন নির্মাণ হলে গোস্বামীদূর্গাপুর ইউনিয়নে ২২ হাজার ভোটারের দীর্ঘদিনের প্রাণের দাবি পরিপূর্ণ হবে বলে স্থানীয় সাধারণ ভোটাররা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net