1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৃত দেখিয়ে জমি আত্মসাতের মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত । আওয়ামীলীগ ১৭ – ১৮ বছরে বাংলাদেশকে একটি  গ্যাস চেম্বারে পরিণত করেছে রাউজানে আইনগত সহায়তা দিবস পালিত কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার : সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি

মৃত দেখিয়ে জমি আত্মসাতের মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৯৪ বার

‘জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে ৫৪ শতক জমি আত্মসাত’ এর মিথ্যা ও বানোয়াট অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযোগকারির বিচার দাবি করা হয়েছে।

শনিবার (২১ মে) গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের এআইএম গোলাম কিবরিয়া রোকন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তারা ৬ ভাই, ২ বোন। বাবা গোলাম কাদের মণ্ডল জীবদ্দশায় বড়ভাই একেএম গোলাম মোর্তজার নামে ১৯৫৬ সালে ৫৪ শতক জমি কবলা খরিদ করেন। বাবা-মার মৃত্যুর পর বড়ভাই ১৯৯৯ সালে পৈত্রিক জমি নিয়ম অনুযায়ী সকল ভাই বোনকে সুষ্ঠুভাবে বন্টন করে দেন। তখন থেকে সকলে নিজ নিজ ভাগের পৈত্রিক জমি ভোগ দখল করে আসছে। কিন্তু ছোট ভাই গোলাম মোস্তফা নিজের ভাগের জমি বিক্রি করে দেয়। তারপর থেকে গোলাম মোস্তফা ও তার পরিবার বড় ভাইয়ের মৃত্যুর সুযোগে এতিমের জমি দখলের পায়তারা চালাচ্ছে।

আরও উল্লেখ করা হয়, তার ভাই গোলাম মোস্তফা ও স্ত্রী ছাবিনা ইয়াসমিন একজন ঠগ পর সম্পত্তি লোভী। তারা ও তাদের মেয়ে তানিয়া ইয়াসমিনের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎসহ নানা ধরণের অপকর্মের অভিযোগ রয়েছে, যা তাদের পরিবারের সম্মানহানী ও অপমানজনক। তারা মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট বক্তব্য দিয়ে তার নিজের বাড়িতে সাংবাদিক ডেকে এর আগে সংবাদ সম্মেলন করেছেন। তাদের অসৎ উদ্দেশ্যের সংবাদ সম্মেলনের নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর মামুন, গোলাম ফারুক, আনোয়ারা বেগম, আয়শা সিদ্দিকা, মাহবুবুর রহমান, বাবলু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম