1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাত্রীদের বাঁচানো সেই এসআই হেলাল উদ্দিন পুরস্কৃত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত । আওয়ামীলীগ ১৭ – ১৮ বছরে বাংলাদেশকে একটি  গ্যাস চেম্বারে পরিণত করেছে রাউজানে আইনগত সহায়তা দিবস পালিত কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার : সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি

যাত্রীদের বাঁচানো সেই এসআই হেলাল উদ্দিন পুরস্কৃত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২৩ বার

সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে অস্ত্রধারীর হাত থেকে যাত্রীদের রক্ষাকারী সেই ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিনকে আর্থিকভাবে পুরস্কৃত করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।

শুক্রবার (২০ মে) বিকেলে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, গতকাল বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (অ্যাডমিন) আমিনুর ইসলাম তার কার্যালয়ে আমার সাহসিকতার পুরুস্কার হিসেবে আমাকে ১০ হাজার টাকা দিয়েছেন, যা আমার কাছে ১০ কোটি টাকার সমান। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এতবড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ হাতে পুরস্কার দিয়েছেন, এটা আমার জন্য অনেক বিশাল প্রাপ্তি। এ জন্য স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আইজিপি স্যার ও ঢাকা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি কোনো ধরনের পুরস্কার বা কোনো স্বীকৃতির আশায় এই কাজ করিনি। শুধুমাত্র আমার দায়িত্ববোধ থেকে এই কাজটি করেছি। এ ঘটনায় ওই অস্ত্রধারীদের হাতে আমার প্রাণও যেতে পারতো। আল্লাহর রহমতে কিছু হয়নি। কিন্তু সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে সংবাদ প্রচার করার পর থেকে অনেকেই আমাকে নিয়ে প্রশংসা করেছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আমার ছবি শেয়ার করে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই এসব পোস্টের নিচে আমার ভালো কাজের প্রশংসা করে আমাকে বাহবা দিচ্ছেন। আসলে এই প্রশংসা আমার একার না, এটা পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর।

প্রসঙ্গত, গত সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারী কয়েকজন যুবক আক্রমণ করলে পাশেই ডিউটি শেষ করে বাসায় ফেরার জন্য দাঁড়িয়ে থাকা এসআই হেলাল উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সেই বাসে ওঠেন। অস্ত্রধারী এক যুবককে পেছন থেকে ঝাপটে ধরে ফেলেন। পরে ওই অস্ত্রধারীর সাথে তার ধস্তাধস্তির সুযোগে অস্ত্রধারীর সাথের অন্য দুইজন বাসের জানালা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত জনতা এসআইয়ের কাছ থেকে অস্ত্রধারী ওই যুবককে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় নাজমুল (৩১) নামের ওই যুবককে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার (১৮ মে) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় বুধবার (১৯ মে) সন্ধ্যায় আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা ও দস্যুতার চেষ্টার পৃথক দুটি মামলা দায়ের করে। যার একটির বাদী এসআই হেলাল উদ্দিন নিজেও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম