পচন ধরছে শরীরের বিভিন্ন অংশে। মাথা থেকে পা পর্যন্ত; বিভিন্ন স্থানে মাংস উঠে গিয়ে পোকামাকড়ে আচ্ছন্ন হয়ে যায়। দুর্গন্ধ ছড়িয়েছে চারদিকে। অজ্ঞাত লোক হওয়ায়; গেল চারদিন ধরে আধুনগর বাজারে মুমূর্ষু অবস্থা পড়ে থাকলেও এগিয়ে আসেনি কেউ।
সোমবার রাত সাড়ে দশটায় খবর পেয়ে তাকে দেখতে যান আধুনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
চেয়ারম্যান নিজ হাতে লোকটিকে নতুন কাপড় পড়িয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। প্রয়োজনীয় চিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।