ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুরে নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিনের নবীনগর প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, স্থানীয় সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনাসভার পর কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়।