রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা রুহুল আমি মুন্সির ঘাটার অদুরে নাগেশ্বর গার্ডেন সড়কের উপর পানি চলাচলের জন্য নির্মিত কালভার্টের নিচ দিয়ে বর্ষার মৌসুমে বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হয়।পানি চলাচলের পথ বন্ধ করে কৃষি জমি মাটি ভরাট করে সাপলঙ্গা এলাকায় নির্মান করা হচ্ছে স্থাপনা।যার কারনে বর্ষার মৌসুমে বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে এলাকায় জলবদ্ধতা হওয়ার আশংকা করছে স্থানীয়রা। এতে ভোগান্তিতেপড়বে এলাকার লোকজন।অপরদিকে রাউজানের ডাবুয়া ইউনিয়নের কলমপতি এলাকায় কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে রাশেদ নামে এক ব্যক্তি কৃষি জমিতে মাটি ভরাট করছে রাতেই। কৃষি জমি মাটি ভরাট করে ঘর নির্মান করার প্রক্রিয়া চালিয়ে আসছে।
এব্যাপারে কৃষি জমি মাটি ভরাট কারী মোঃ রাশেদের কাছে জানতে চাইলে, কৃষি জমি ভরাট করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিয়েছেন কিনা? রাশেদ কৃষি জমি ভরাট করার বিষয়ে কোন অনুমতি নেয়ানি বলে জানান। এ ব্যাপারে ডাবুয়া ইউনিয়নের ৯নং ওর্য়াার্ডের মেম্বার ওবাইদুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করার বিষয়ে সংবাদ পেয়ে আমি রাশেদকে মাটি ভরাট কাজ বন্ধ করতে বলেছি।এব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমি মাটি ভরাট করার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি কেউ।কৃষি জমি ভরাট করা বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।