1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসার পরিচালক হলেন ইয়াহইয়া : ছদরে মুদাররিছ্ শেখ আহমদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

হাটহাজারী মাদরাসার পরিচালক হলেন ইয়াহইয়া : ছদরে মুদাররিছ্ শেখ আহমদ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৮৬ বার

দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর আজ অনুষ্ঠিত মজলিশে শূরার বৈঠকে পূর্ণাঙ্গ মুহতামিমের দায়িত্ব প্রদান করা হয়েছে ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়াকে।

আজ বুধবার (৯ জুন) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সর্বোচ্চ পরিষদ- (শূরা) অধিবেশনে জামিয়ার শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদকে ছদরে মুদাররিছ্ (প্রধান শিক্ষক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
নায়েবে নাজেমে তা’লিমাত্ (শিক্ষা পরিচালক) করা হয়েছে মুফতী খলিল আহমদ কাসেমীকে।

জামিয়ার মজলিশে শূরার সচিব ও মুহতামিম মাওলানা ইয়াহইয়া শ্যামল বাংলা’কে বলেন- বৈঠকে শূরার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রহ. ইন্তেকালের পর মজলিশে শূরার সিদ্ধান্তে ৩সদস্যের পরিচালনা পরিষদ নির্ধারণ করা হয়, যার প্রধান ছিলেন- মুফতী আব্দুচ্ছালাম চাটগামী।

তাঁর ইন্তেকালের পর মাওলানা ইয়াহইয়াকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেয় মজলিশে শূরা। অদ্যবদি তিনি এই দায়িত্ব পালন করছিলেন।

জামিয়া হাটহাজারীর শূরা সদস্যগণ হলেন-↓
চট্টগ্রামস্থ ফটিকছড়ি বাবুনগর মাদরাসার পরিচালক- আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী, ফটিকছড়িস্থ নাজিরহাট মাদরাসার পরিচালক- মুফতি হাবিবুর রহমান কাসেমী, হাটহাজারীস্থ ফতেপুর মাদরাসার পরিচালক- মাও. মাহমুদুল হাসান, ফটিকছড়িস্থ নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন, হাটহাজারীস্থ মেখল মাদরাসার পরিচালক মাওলানা ওসমান ফয়েজী, হাটহাজারী এলাকার মাও. ওমর ফারুক বাথুয়া, হাটহাজারী উপজেলাধীন বাথুয়া মাদরাসার পরিচালক মাও. শফি, শাহাদাত হোসাইন রাঙ্গুনীয়া, ঢাকা মাদানীনগর মাদরাসার পরিচালক মাও. ফয়জুল্লাহ্, হাটহাজারীস্থ চারিয়া মাদরাসার পরিচালক আব্দুল্লাহ হারুন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া (পদাধিকারবলে শূরার সচিব) এবং শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ।

নতুন নিয়োগকৃত শূরা সদস্যরা হলেন-↓
ফেনী জামিয়া রশিদিয়ার মুহতামিম মুফতি শহিদুল্যাহ্, মাও. শোহাইব নোমানী রহ. এর স্থলে চকোরিয়া বরইতলী মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম আজিজি, নুরুল ইসলাম জিহাদী রহ.র স্থলে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জহুরুল ইসলাম। এঁরাসহ আজকের বৈঠকে ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া প্রবাসে অবস্থানরত তিন আরবী নাগরিক সম্মাননা স্বরুপ শূরা সদস্য হিসেবে রয়েছেন যারা→ আলআইন নিবাসী বশির সবকাহ্ ও ইবরাহীম শমল্, মক্কা নিবাসী ওমর নছিখ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net