পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃক্ষরোপণে উপজেলা পরিষদের পক্ষে প্রধানমন্ত্রীর জাতীয় প্রথম পুরস্কার পেয়েছেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যন এস এম রাশেদুল আলম।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গ শ্রেণিতে হাটহাজারী উপজেলা পরিষদের পক্ষে তিনি এ প্রথম পুরস্কার গ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধন করেন।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- ‘আমার অনুরোধ থাকবে এক ইঞ্চি জমিও যেনো আমাদের অনাবাদি না থাকে। নিজের গ্রামে যান, যার যেখানে যতটুকু জায়গা আছে অন্তত তিনটা করে গাছ লাগান।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন- বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এদিকে, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী। এই সময়ে তাঁর সফলতার ঝুড়িতে এমন প্রাপ্তিতে দলীয় কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ বইছে।
আজ হাটহাজারী উপজেলা পরিষদে তিনি এলে উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ও কর্মকর্তাগণ তাঁকে ফুলেল অভিভাদন জানান।
উপজেলা যুবলীগ নেতা, পৌর কমিটি, বিভিন্ন ইউনিয়ন কমিটি, এমনকি ওয়ার্ড নেতৃবৃন্দও ফুল নিয়ে আসেন অভিনন্দন জানাতে।
জবাবে তিনি সকলকে বলেন- ‘মানবতার নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।
তিনি সবুজায়নের যে নির্দেশনা দিয়েছেন, এর পুঙ্খনাপূঙ্খ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’ এক প্রশ্নের জবাবে তিনি এই অর্জনকে হাটহাজারী বাসীর তরে বিলিয়ে দিয়েছেন’ বলে উল্লেখ করেন।