1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ এটিএনএনের পর্দায় থাকছেন ডন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ভয়াল ২৯ এপ্রিল! ৩৩ কিলোমিটার বেড়ীবাঁধে ২৬ স্থানে ফাটল, দূর্যোগ আতংকে বাঁশখালী উপকূলবাসী ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত । আওয়ামীলীগ ১৭ – ১৮ বছরে বাংলাদেশকে একটি  গ্যাস চেম্বারে পরিণত করেছে রাউজানে আইনগত সহায়তা দিবস পালিত কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির

আজ এটিএনএনের পর্দায় থাকছেন ডন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৯১ বার

ঈদ আনন্দ বহুগুণ রাঙাতে আবারো এটিএন বাংলার পর্দায় গানে গানে শ্রোতামনে ঝড় তুলতে আসছেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ঈদ মানেই আনন্দ; ঈদ মানেই খুশি। আর সেই আনন্দে বাড়তিযোগ শিল্পী ডনের একক সঙ্গীতানুষ্ঠান। গেল কয়েক বছর ধরেই এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানে নিয়মিত মুখ কণ্ঠশিল্পী ডন। গত বছর ঈদুল আজহায় ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’- এই শিরোনামের অনুষ্ঠানটি গানপাগল শ্রোতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এবার ‘রঙিলা মন’ শিরোনামের অনুষ্ঠানে পাঁচটি গান পরিবেশন করবেন ডন।

এটিএন বাংলার পর্দায় ঈদের পঞ্চমদিন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। দিনকে দিন গায়কীতে মুন্সিয়ানার পরিচয় দেয়া শিল্পী ডন এবারো তার শ্রোতাদের প্রত্যাশা পূরণ সমর্থ হবেন বলে বিশ্বাস বিনোদন সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের।

বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুররোপ করা হয়েছে। শিল্পী ডন তার সামর্থ্যের সবটুকু দিয়ে গানগুলোকে দর্শকদের সামনে তুলে ধরে চেষ্টা করেছেন। যা তিনি আগেও করেছেন। ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপুত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার আমার ভক্ত-শ্রোতাদের হাতে। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি পূর্বের মতো এবারো সঙ্গীতানুরাগীদের মন ভরাতে পারব।’

তিনি আরো যোগ করেন, ‘এই গানগুলো শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিবে এবং মানুষের মুখে মুখে ফিরবে। গানের মাধ্যমে শ্রোতাদের নির্মল বিনোদন দেয়ার চেষ্টাটা আমি শুরু থেকেই করে আসছি। এবারো এর ব্যত্যয় ঘটেনি।’

ঈদে ডনের গাওয়া ৫টি গানের মধ্যে চারটিই শিল্পীর নিজের লেখা এবং সুরারোপিত। এই চারটি গান হলো- তোর রঙিলা মনের পানসি নায়ে আমায় তুইল্যা নিস আমি রাখব তোরে বুকে ধরে মনটা আমায় দিস, তুমি ছাড়া কেউ কী ছিল আমার হারিয়ে তোমাকে আমি হয়েছি সবার, হগলতেই দুঃখ আছে আমার না হয় কুম রে, আমার মনের কথা রইলো মনে মনে বন্ধু আমার রইলো কোনখানে। অনুষ্ঠানের পঞ্চম গানটি-আছো তুমি মহাসুখে কার বুকে কোথায়, চলে গেছো অন্য ঘরে পর করে আমায়- জীবন তওফিসের লেখা এবং সুর করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম