 
																
								
                                    
									
                                 
							
							 
                    কুষ্টিয়ার কোর্ট স্টেশন এলাকায় স্টেশন সংলগ্নে চলন্ত ট্রেনে এক তরুণের পাথর নিক্ষেপে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ওস্তার হোসেনের ছেলে সুমন আলী (২৪)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পোড়ামহ জিআরপি থানায় মামলা হয়েছে।
পোড়াদহ রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস যাচ্ছিল। বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে কোর্টস্টেশনে কয়েক মিনিট থেমে থাকার পর চলতে থাকে। হঠাৎ ডান পাশ থেকে পাথর নিক্ষেপ করতে থাকে এক তরুণ। এতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে এক যাত্রী আহত হয়েছেন। তবে তাঁর নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই যাত্রী একই ট্রেনে চলে যান। এ ছাড়া এ ঘটনায় ট্রেনে আরও কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। পরে মিলপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ট্রেনে থাকা–পুলিশের সহায়তায় পাথর নিক্ষেপ করার অভিযোগে সুমনকে গ্রেপ্তার করা হয়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে পুলিশ সুনামগঞ্জের ছাতক উপজেলার ওস্তার হোসেনের ছেলে সুমন আলীকে (২৪) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের পরিচয় নিয়ে কনফিউজ। প্রাথমিকভাবে মনে হয়েছে, গ্রেপ্তার তরুণ ভবঘুরে। যেহেতু একটা ঘটনা ঘটেছে, একজন আহত হয়েছেন। তা ছাড়া পাথর নিক্ষেপে ট্রেনের ক্ষতি হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।