1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত এক, গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবরোধের সমর্থনে ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এর সামনে সাবেক ছাত্র নেতৃবৃন্দের মিছিল শ্রীপুরে সাংবাদিকের উপর হামলা | ‘২৮ অক্টোবর শাপলা চত্ত্বরে মহা-সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র – মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শ্রীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত এক, গ্রেফতার ১

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৮৭ বার

কুষ্টিয়ার কোর্ট স্টেশন এলাকায় স্টেশন সংলগ্নে চলন্ত ট্রেনে এক তরুণের পাথর নিক্ষেপে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ওস্তার হোসেনের ছেলে সুমন আলী (২৪)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পোড়ামহ জিআরপি থানায় মামলা হয়েছে।

পোড়াদহ রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস যাচ্ছিল। বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে কোর্টস্টেশনে কয়েক মিনিট থেমে থাকার পর চলতে থাকে। হঠাৎ ডান পাশ থেকে পাথর নিক্ষেপ করতে থাকে এক তরুণ। এতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে এক যাত্রী আহত হয়েছেন। তবে তাঁর নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই যাত্রী একই ট্রেনে চলে যান। এ ছাড়া এ ঘটনায় ট্রেনে আরও কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। পরে মিলপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ট্রেনে থাকা–পুলিশের সহায়তায় পাথর নিক্ষেপ করার অভিযোগে সুমনকে গ্রেপ্তার করা হয়।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে পুলিশ সুনামগঞ্জের ছাতক উপজেলার ওস্তার হোসেনের ছেলে সুমন আলীকে (২৪) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের পরিচয় নিয়ে কনফিউজ। প্রাথমিকভাবে মনে হয়েছে, গ্রেপ্তার তরুণ ভবঘুরে। যেহেতু একটা ঘটনা ঘটেছে, একজন আহত হয়েছেন। তা ছাড়া পাথর নিক্ষেপে ট্রেনের ক্ষতি হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম