খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে ২ নিহত ও ৮ জন আহত হয়েছে।
২৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জালিয়াপাড়া -মহালছড়ি সড়কের তৈকর্মাতে কাঠবোঝাই ট্রাক ঢাকামেট্রো – ট ২৪-০৩৩১ নিযন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির উপরে থাকা কাঠশ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়ে যায। ঘটনাস্থলেই ২ জন শ্রমিক নিহত ও ৮ জন আহত হয়। দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী নিহত ও আহতদের উদ্দার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে ডাঃ ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো রাজু( ৩৫) পিতা আলতাফ হোসেন, ইলিয়াস (৩৬)পিতা আঃ কাদের তাদের বাড়ী মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামে।
২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাগেছে। আহতরা হলেন মো.আমিন(৫২) আবুছালেহ(৩৬)মোঃ শাহজ্জামান(৪৮)মোঃ ইউছুফ(৪২) ছাদ্দাম হোমেন(৩০)গুরুত্বর আহত ২ জনকে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত আহত সকলে মানিকছড়ি থানার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।