চট্টগ্রাম চন্দনাইশে বরকল মৌলভীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২০২২ এ ১১টি পদের মধ্যে ৩টি পদে সরাসরি ভোটে আবদুল্লাহ আল নোমান (ঘোড়া) ৭১ ভোট পেয়ে সভাপতি, মো. সরোয়ার উদ্দিন(দেওয়াল ঘড়ি) ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, টিংকু ধর (বাঘ) ৮৬ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ৩১ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলাকালে ১৩৪ জন ব্যবসায়ীর মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জানে আলম সাইফু (আনারস) পেয়েছেন ৬৩ ভোট, সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. কামাল উদ্দিন চৌধুরী (চেয়ার) পেয়েছেন ৪০ ভোট, মো. মফিজুল ইসলাম (উড়োজাহাজ) পেয়েছেন ৮ ভোট, সহ- সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ফজলুল হক খান(কম্পিউটার) পেয়েছেন ৪৭ ভোট।
তাছাড়া সহ- সভাপতি মো. আবদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সুমন, অর্থ সম্পাদক দেবাশীষ ধর, সহ- অর্থ সম্পাদক মুহাম্মদ জমির হোসেন, দপ্তর সম্পাদক মো. শরিফ উদ্দীন, প্রচার সম্পাদক মো. মফিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দীন, সদস্য মুহাম্মদ শাহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২ বছরের জন্য নির্বাচিত এ কমিটি গঠন কল্পে জাহাঙ্গীর আলম বাবুলকে প্রধান নির্বাচন কমিশনার, মুহাম্মদ আবদুল মুবিনকে রিটার্নিং অফিসার, মো. মুহিন তারেককে সহকারী রিটানিং অফিসার করে নির্বাচন পরিচালনা করা হয়।