রাউজানে পৃথক পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ১২টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে।রবিবার ভোর রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এডভোকেট সুধীর তালুকদার বাড়ী ও ৩ নং ওয়ার্ডেও দাশ পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত হলেন, ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির চন্দন তালুকদার, লিটন তালুকদার, কাজল তালুকদার, সুজন তালুকদার, সুধীর তালুকদার, তপন তালুকদার, বাবুল তালুকদার, দএন্টাসন তালুকদার, গণেশ তালুকদার, নান্টু তালুকদার এবং ৩ নম্বর ওয়ার্ডের বিশু দাশ ও রুবেল দাশ।স্থানীয়রা জানান, ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির তপন তালুকদারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।স্থানীয় ইউপি সদস্য মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন,আগুনে দশটি পরিবারের বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করে তিনি।এদিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে মোমবাতি থেকে।এতে আগুনে বিশু দাশ ও রুবেল দাশের ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এই দুই পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান ১০ লাখ টাকা হবে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাঙ্গুৃনিয়া থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মহিন উদ্দিন বলেন,আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল বাহিনীর সদস্যরা।আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।