1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে র‌্যাবের অভিযানেও বন্ধ হয়নি অবৈধ কাঠ পাচার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবরোধের সমর্থনে ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এর সামনে সাবেক ছাত্র নেতৃবৃন্দের মিছিল শ্রীপুরে সাংবাদিকের উপর হামলা | ‘২৮ অক্টোবর শাপলা চত্ত্বরে মহা-সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র – মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শ্রীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি

রাউজানে র‌্যাবের অভিযানেও বন্ধ হয়নি অবৈধ কাঠ পাচার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৯১ বার

রাউজানে র‌্যাব বনবিভাগ ও প্রশাসনের অভিযানে অবৈধভাবে পাচার করা কাঠ ধরা পড়লেও বন্ধ হয়নি কাঠ পাচার।সড়ক ও জল পথে দিয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে লাখ লাখ টাকার অবৈধ কাঠ।পার্বত্য জেলার সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করে সংঘবদ্ধ কাঠ পাচারকারী চক্র কর্ণফুলী নদী, সর্তা খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে ও যান্ত্রিক নৌযান করে কাঠ পাচার করছে।এছাড়া চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক,চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক,শহীদ জাফর সড়ক, হলদিয়া ভিলেজ রোড,দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক,গহিরা হোয়াকো সড়ক দিয়ে ট্রাক ও জীপ ভর্তি করে কাঠ পাচার করছে কাঠপাচারকারী সিন্ডিকেটের সদস্যরা।পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করে,বার্মাছড়ি এলাকায় এনে নিধন করা কাঠ স্তুপ করে সর্তা খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে প্রতিদিন বিপুল পরিমান কাঠ পাচার করা হচ্ছে।সর্তার খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে আনা কাঠ রাউজানের হলদিয়া আমির হাট,গহিরা দলই নগর,গহিরা কালচাঁন্দ চৌধুরী হাটে এনে করাত কলে স্তুপ করে রাখা হয়।অপরদিকে সর্তা খাল দিয়ে বাঁশের ভেলার সাথে ভাসিয়ে বন এলাকার নিধন করা কাঠ ফটিকছড়ি উপজেলার সমিতির হাট, রমজুর হাট, দখিরাম বাজার, আজাদী বাজার,নানুপুর এলাকায় করাত কলে স্তুপ করে।করাতকলে স্তুপ করা সেগুন,গামরী, মেহগনী,গোদা, আকাশমনি গাছ করাত কলে সাইজ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রাক ও জীপযোগে পাচার করা হয়।রাঙ্গামাটি জেলার কাপ্তাই,বড়ইছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, কালীছড়িসহ পাহাড়ী এলাকার সংরক্ষিত বন এলাকা থেকে নিধন করা কাঠ কর্ণফুলী নদী দিয়ে বাঁশের ভেলার সাথে বেধে যান্ত্রিক নৌযানে কাঠ পাচার করছে পাচারকারী চক্রের সদস্যরা।জানা যায়,জল পথে আসা প্রতি কাঠ ভর্তি বাঁশের ছালি ১৫০টাকা,বাঁশের ছালি ৫০টাকা আর কাঠ ভর্তি প্রতি জীপ ৫০০টাকা করে কাঠ ব্যবসায়ী সমিতিকে দিতে হয়।সেই টাকা দিয়ে অবৈধ কাঠ ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা বন বিভাগ,পুলিশকে মাসোহারা দিয়ে অবাধে কাঠ পাচার করছে।বনবিভাগ জেনেও কোন অভিযান পরিচালনা করে না।নীরব ভূমিকা পালন করছেন তাঁরা।

রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে শতাধিক করাতকল।শতাধিক করাত কলের মধ্যে অধিকাংশ করাত কলে কোন লাইসেন্স নেই।করাতকলে বন এলাকার নিধন করা কাঠ সাইজ করে পাচার হচ্ছে প্রতিনিয়ত।গত দু”মাস ধরে রাউজানের গহিরা এলাকা ও হাটহাজারী এলাকায় সড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ পাচারকালে র‌্যাবের সদস্যরা অবৈধভাবে পাচার করা কাঠসহ কাঠ পাচারকারী চক্রের কয়েকজনকে আটক করে।র‌্যাবের হাতে আটক কাঠপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে বন বিভাগের কর্মকর্তারা বাদী হয়ে মামলা দায়ের করেন।র‌্যাব ও প্রশাসনের অভিযান মাঝেও কাঠ পাচার বন্ধ হয়নি।এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন, রাউজানে অবৈধভাবে গড়ে তোলা করাত কল বন্ধ করতে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চলছে এই অভিযান অভিযান অব্যাহত রয়েছে।এবিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জ,সর্তা বিট কর্মকর্তা এস.এম কাওছার হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন,রাতের আঁধারে কাঠ পাচারকারীরা সর্তা দিয়ে বাঁশের ছালি করে কাঠ পাচার করে থাকেন।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন,করাতকলে অভিযান চলমান রয়েছে।অবৈধ কাঠ পাচারকারীদের ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম