1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর সদরের গোয়ালহাট বাজারে গোডাউনের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি : মালামাল উদ্ধার ও আসামী ধরা সম্ভব হয়নি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টা বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই দেশ হারাল এক অভিভাবক — বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) এ সুশীল ফোরামের গভীর শোক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক যার হাতে ধানের শীষ আমি তার হয়ে কাজ করবো– ড. রশিদ আহমদ হোসাইনী অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন: বিজিবি সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর সদরের গোয়ালহাট বাজারে গোডাউনের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি : মালামাল উদ্ধার ও আসামী ধরা সম্ভব হয়নি

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬১ বার

দিনাজপুর সদরের গোয়ালঘাট বাজারে ধান ব্যবসায়ীর গোডাউনের তালা ভেঙে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি। থানায় অভিযোগের কয়েকদিন গত হলেও এখনো মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দিনাজপুর কোতয়ালী থানায় দােেয়র করা অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে সদর উপজেলার গোয়ালহাট বাজারের মেসার্স শাহ ট্রেডার্স এর গোডাউন ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় সংঘদ্ধ চোরের দল গোডাউনে রক্ষিত ১৩০ বস্ত্মা মিনিকেট চাউলের ধান, ২ হাজার খালি বস্ত্মা নিয়ে যায়। তারা গদি ঘরের ক্যাশ বাক্সের ডোয়ার ভেঙ্গে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার চেক বই, হিসাব নিকাশের টালিখাতা, নগদ টাকা ও উন্নত মানের চামড়ার ব্যাগসহ মুল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। পরদিন সকালে গোডাউন ও গদি ঘর খুলতে এসে মেসার্স শাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী দবিরম্নল আলম এ অবস্থা দেখে হতবাক হয়ে যান এবং আশপাশের লোকজনসহ গোডাউনে ঢুকে দেখতে পান মিনিকেট ধানের সমস্ত্ম বস্ত্মা নেই এবং গদিঘরের ডোয়ার ভাঙ্গা, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিনি জানান, দুর্র্ধষ এই চুরির ঘটনায় সব মিলিয়ে তার প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল চোরেরা নিয়ে পালিয়েছে।

এব্যাপারে দবিরম্নল আলম জানান, দীর্ঘ ৮/৯ বছর ধরে তিনি এখানে ধান ও চালের ব্যবসা করছেন, এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। তিনি চুরি সংক্রান্ত্ম ২টি কারণ উলেস্নখ করে বলেন, শক্রতা বসত কেউ আমাকে পরিকল্পিত ভাবে ধ্বংস করতে চাইছে বলেই এই চুরির ঘটনাটি ঘটেছে। এব্যাপারে ২টি কারণ আমি পুলিশকেই জানাবো, তবে থানায় অভিযোগ করেছি কয়েক দিন আগে। কিন্তু মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা এখনো চোখে পড়ছে না আমার। এ ঘটনায় পুলিশ ঘুরে ফিরে আমার কাছেই তথ্য উপাত্ত চাচ্ছে।

৭নং উথরাইল ইউপি চেয়ারম্যান রম্নহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘটনাস্থলে পুলিশের এসআই (উপ-পরিদর্শক) জাহিদসহ তিনি গিয়েছিলেন। সংঘবদ্ধ চোরের দল তালা ভেঙে গোডাউনের সমস্ত্ম মিনিকেট ধানের বস্ত্মাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। তিনি আরো জানান এব্যাপারে গোয়ালহাট বাজার এলাকায় চৌকিদারদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় ভাবে দোকানদারকে নৈশ্য প্রহরী রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক জাহিদ আলী জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সঠিক চুরির ঘটনা তদন্তের জন্য আরও সময় লাগবে। আসামী গ্রেফতার এবং মামলামাল উদ্ধারের বিষয়ে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনী কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net