1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে লেলাং কওমী উলামা পরিষদের সেমিনার সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে – তারেক রহমান মিটফোর্ড হত্যাকাণ্ড: পর্দার আড়ালে ইশরাক? অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড় চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ ৩দিন পর উদ্ধার  দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না- রফিকুল ইসলাম খান লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

ফটিকছড়িতে লেলাং কওমী উলামা পরিষদের সেমিনার সম্পন্ন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ বার

১৩নং লেলাং ইউনিয়ন কওমী উলামা পরিষদের উদ্যোগে গত শুক্রবার “শাহনগর দারুল উলুম মাদরাসার মসজিদ মিলনায়তনে “কুসংস্কারের কবলে মুসলিম সমাজ ও তা হতে উত্তরণের উপায়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ, প্রানবন্ত ও সজীব ধর্ম।ইসলামে যাবতীয় রীতিনীতি কুরআন সুন্নাহর আলোকেই পরিচালিত হয়।এতে কিছু বাড়ানো বা কমানোর সু্যোগ নেই। বর্তমান যুগে অধিকাংশ মুসলমানদের মধ্যে কুসংস্কারের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে।তারা কুসংস্কারকে এত বেশি গুরুত্ব প্রদান করছে ফরজ-ওয়াজিব আদায় করতে না পারলেও কোন দুঃখবোধ হয়না।কিন্তু কুসংস্কার পালনের ক্ষেত্রে তিল পরিমাণও ছাড় দিতে রাজি নয়। কুসংস্কার আামাদের ব্যক্তি ও সমাজ জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। সমাজ জীবনের রন্দ্রে রন্দ্রে কুসংস্কার ছড়িয়ে পড়েছে। অথচ এসব কুসংস্কারে বিশ্বাস ঈমানের জন্য মারাত্মক হুমকি।ইসলামে কুসংস্কারের কোন স্থান নেই কুসংস্কার এক ধরনের অন্ধবিশ্বাস হলেও একে সমাজ জীবনের অভিশাপ বলা চলে। কুসংস্কার বলতে ধর্মীয় প্রমাণবিহীন বিশ্বাস বা অযৌক্তিকভাবে উদ্ভুত কর্মকান্ড বোঝায়। কিছু কিছু কুসংস্কার তো শিরকের পর্যায়ভুক্ত। আবার কিছু বিষয় সাধারণ বিবেক বিরোধী এবং রীতিমতো হাস্যকর। কিছু মানুষ চরম অন্ধবিশ্বাসে এগুলোকে লালন করে। সমাজে প্রচলিত এসব কুসংস্কারের কারণে আল্লাহর উপর আস্থা ও তার রহমতের প্রতি নির্ভরতা কমে যায়।চিরাচরিত ধর্মবিশ্বাসে চিড় ধরে।

সেমিনারে জন্ম কেন্দ্রীক কুসংস্কার, ফযিলতের রজনী কেন্দ্রীক কুসংস্কার, আহার ও পানীয় কেন্দ্রীক কুসংস্কার, মুহাররম মাস কেন্দ্রীক কুসংস্কার, সফর মাস কেন্দ্রীক কুসংস্কার, কথা বার্তা কেন্দ্রীক কুসংস্কার,লেবাস পোষাক কেন্দ্রীক, কুসংস্কার, আকীদা কেন্দ্রীক কুসংস্কার নিয়ে আলোচনা হয়।

পরিষদের সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান বিন হারুন ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ মুহাম্মাদের যৌথ সঞ্চালনায় পরিষদের মজলিসে শূরার সিনিয়র সদস্য মাওলানা কারী ওসমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সিনিয়র সদস্য, আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ ইলিয়াস। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিষদের মজলিসে শূরার মুখপত্র আল্লামা মুফতি রহিমুল্লাহ সাহেব, মজলিসে শূরার সদস্য মাওলানা হাফেজ মুঈনুদ্দীন, মাওলানা কারী শুয়াইব, মাওলানা মুঈনুদ্দীন তালুকদার।

উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাফেজ ইমাঈল, মাওলানা শোয়াইবুল ইসলাম মঞ্জু, হাফেজ আব্দুর রহমান, কারী আব্দুল কুদ্দুস ও কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, মাওলানা লোকমান বিন হারুন,মাওলানা আজিজুর রহমান, মুফতি মুজিবুর রহমান,মাওলানা জমিল উদ্দিন রায়পূরী, মুফতি মামুনুর রশীদ, মাওলানা ওবাইদুল্লাহ মুহাম্মাদ, মাওলানা জুবাইর, মাওলানা ওসমান রায়পূরী, মাওলানা নাজিম তালুকদার, মুফতি আরিফ মুর্তাযা, মাওলানা ফরহাদ, মাওলানা আব্দুল্লাহ,মাওলানা কারী আহমদুল্লাহ,মাওলানা আনাস বিন কবির, হাফেজ আসেম, হাফেজ ইমামুদ্দীন প্রমূখ।এতে এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কওমী ওলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ আল হাবিবী বলেন, ১৩নং কওমী ওলামা পরিষদ লেলাং ইউনিয়নে ধর্মীয় প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। এ সংগঠন মানুষের ঈমান আক্বীদা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে কাজ করে।কওমী ওলামা পরিষদ রাজনৈতিক বা অরাজনৈতিক কোন ব্যক্তি বা দলের প্রতিনিধিত্ব করেনা। ওলামা পরিষদ রাষ্ট্রীয় আইনের শ্রদ্ধা রেখে প্রয়োজনে আইনের সহায়তা নিয়ে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করার চেষ্টা করে।এবং কওমী ওলামা পরিষদের নিজস্ব গঠনতন্ত্র রয়েছে এবং সর্বোচ্চ অথরিটি মজলিসে শুরার সিদ্ধান্তক্রমে অত্র সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net