1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় অটোরিকশায় স্টিকার লাগিয়ে চাঁদাবাজির অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন এর অর্থের যোগান দাতা জামাতা তারেকের চৌধুরী আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী শ্রীপুরে ভুল চিকিৎসায় অন্তঃসত্বা নারীর মৃত্যুর অভিযোগ,হাসপাতাল ভাংচুর চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর দাদা ভাইয়ের দাদাগীরী কোথায় নেই তিনি! রক্তে লাল তার হাত।

সাতকানিয়ায় অটোরিকশায় স্টিকার লাগিয়ে চাঁদাবাজির অভিযোগ!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে সিএনজি অটোরিকশায় স্টিকার লাগিয়ে একটি সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ ও চট্টগ্রামের বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার্ড অব ট্রেড ইউনিয়নের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সাতকানিয়া থানা পুলিশ বলছে, সড়কে কোন ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা।

বিভিন্ন সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা সমবায় থেকে হযরত কালু শাহ সিএনজি (ফোরস্ট্রোক) চালক বহুমুখী সমবায় সমিতির আওতায় কেরানীহাট থেকে বান্দরবান, বাজালিয়া, ছদাহা ফকির হাট, কাজির পাড়া, হাঙ্গরমুখ,সাতকানিয়ার ডলুব্রিজ, কেওঁচিয়া বণিক পাড়ায় সিএনজি অটোরিকশা গাড়ি চলাচল করে থাকেন। কিন্তু সম্প্রতি কেরানীহাট-বাজালিয়া সড়ক ও উপ-সড়ক সিএনজি অটো টেম্পো উপ পরিষদের সাইনবোর্ড লাগিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি: নং বি-১৭২৪ অর্ন্তভুক্ত রেজি: নং চট্ট-১৪৬৯/৯০ ইং উল্লেখ করে গাড়িতে স্টিকার লাগিয়ে প্রতি সিএনজি অটোরিকশা থেকে বিভিন্ন হারে টাকা আদায় করছে। সাতকানিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা যায়, আব্দু শুক্কুর, আনোয়ার হোসেন কালু, শফিক আহমদ, মো. জকরিয়া ও আবুল কাসেম মিলে সিন্ডিকেড করে স্টিকার লাগিয়ে প্রতি সিএনজি অটোরিকশা থেকে টাকা আদায় করছে। কোন সিএনজি চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করা হচ্ছে। এনিয়ে সিএনজি অটোরিকশা চালকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন কালু বলেন, আমি আগে মনির চেয়ারম্যানের গাড়ি চালাতাম। আমি বর্তমানে বান্দরবানের থানচি বলিপাড়ায় পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করি। ব্যাংক লোনের টাকা দিতে আমার কষ্ট হয়ে যায়। আমি এসব সংগঠন করে কি করব? কোন ধরনের সংগঠনের নাম দিয়ে কারো কাছ থেকে টাকা তুলি না। কেউ যদি অভিযোগ দিয়ে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা।

অভিযোগকারী আবুল কালাম বলেন, ভূয়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজী করছে চক্রটি।
এ নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুর্হুতে বড় ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে।

এবিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, সিএনজি অটোরিকশার নামে টাকা তুলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আমরা সড়কে কাউকে চাঁদাবাজী করতে দিবনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম