1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাবেক দুই ছাত্রলীগ নেতার মনোনয়ন পত্র দাখিল! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

মাগুরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাবেক দুই ছাত্রলীগ নেতার মনোনয়ন পত্র দাখিল!

মােঃ সাইফুল্লাহ :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার

মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিগত নির্বাচনের বিজয়ী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক দুই নেতা-কর্মী।

মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এরপর বিকেল পৌনে ৩টার দিকে জেলার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া এবং সাবেক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর বাহিনীর অধিনায়ক মরহুম আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র, সাবেক ছাত্রলীগ কর্মী শরীয়াতউল্লাহ রাজন চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে মনোনয়ন পত্র জমা দানের বিষয়ে শরীয়াতউল্লাহ রাজন বলেন, জেলার সবখানে প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছে। তারই প্রতিবাদে এবং দলীয় নেতা-কর্মীদের দলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে জেলার সার্বিক উন্নয়নেও কাজের সুযোগ পাবো।

অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জিহাদ মিয়া বলেন, দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। বিধায় অবহেলিতদের পক্ষে প্রতিবাদ হিসেবে নির্বাচনে অংশ নেয়া।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, আমার সঙ্গে দলের সকল স্তরের নেতা-কর্মীরা রয়েছে। নির্বাচিত হলে বিগত সময় থেকে শুরু করা উন্নয়নমূলক কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

নির্বাচনে সাধারণ সদস্য পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net