1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী- ১২০০ হেক্টর জমি । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জলাবদ্ধতায় অনাবাদী– ১২০০ হেক্টর জমি ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২০৮ বার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ও ডাঙ্গীপাড়া ইউনিয়নে অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং রাস্তার পাশে খাল ভরাটের কারণে পানি নিষ্কাশনের জন্য ক্যানেল না থাকায় অনাবাদী হয়ে পড়েছে ১২ শ’ হেক্টর জমি। এসব জমিতে আমন ধান চাষ করতে না পারায় বেশ দুশ্চিন্তায় আছেন স্থানীয় কৃষকরা। এলাকাবাসী ও কৃষি অফিস সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার লহুচাদ, ভাতডাঙ্গী, কামারপুর, পতনডোবা, শিহিপুর, দামোল, হেন্দ্রগাও, শিশুডাঙ্গী হয়ে মাগুরা পর্যন্ত গ্রামের আঞ্চলিক রাস্তার পাশের খাল ভরাট ও মাঠের ভেতরে যত্রতত্র পুকুর খননের কারণে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এসব জমিতে আমন ধানের চারা রোপণ করতে না পারায় অনেক কৃষক মানবেতর জীবনযাপন করছেন। লহুচাঁদ (ভাতভাঙ্গী) গ্রামের কৃষক আমির হোসেন বলেন, ‘এ বছর বোরো ধান কাটার পরে মাঠ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে প্রায় ১২ শ’ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ বন্ধ আছে। আমাদের গ্রামসহ পাশের এলাকার পাঁচটি গ্রামের মাঠের পানি নিষ্কাশনের খালগুলো ভরাট করায় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

গত পাঁচ বছর ধরে আমন ধান আবাদ করতে পারছি না।’তিনি আরো বলেন, ‘হরিপুর উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সংসদ সদস্য এবং বিভিন্ন দফতরে একাধিক বার নিষ্কাশনের জন্য আবেদন করার পরেও সুফল পাইনি।’হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রুবেল হুসেন সাংবাদিককে বলেন, ‘এই বিলটি রাণীশংকৈল ও হরিপুরে অবস্থিত। নতুন নতুন জনবসতি হওয়ার কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এখানে একটি পরিকল্পিত পানি নিষ্কাশন ক‍্যানেল হলে আমন মৌসুমে ডুবে থাকা জমিগুলোতে আমান ধান চাষ করা সম্ভব। এই ব‍্যপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে জানিয়ে ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের হরিপুর জোনের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘আমরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net