নানা কর্মসূচির মধ্যদিয়ে সোনারগাঁয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ আইডিয়াল কলেজে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে।
শুক্রবার ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৯৭১ এ বীর শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।
কলেজের অডিটোরিয়ামে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ, হামিদুল্লাহ সরকার, আল মামুন, রুবেল ভূঁইয়া, জেসমিন, সাইফুদ্দিন সোহাগসহ এলাকার বিশিষ্টজনরা।
সভা পরিচালনা করেন কলেজের কো অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন – শিক্ষার্থী শরীফুল ইসলাম। গান ও আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার, কবিতা রাণী পাল, নিলয় পারভেজসহ অন্যরা।
সভায় শহীদদের আত্নার মাগফিরাত কামনা করা হয়। এ সময় অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।