ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামে মাটি কেটে ফসলি জমি নষ্ট করার অপরাধে দুইটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, এলাকার চিহ্নিত ড্রেজার ব্যবসায়ী বাছির মিয়া কিছু জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রয় করছিলেন। এই মাটি উত্তোলনের ফলে ইতোমধ্যে এলাকার অনেক ফসলি জমি নষ্ট হয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, ফসলি জমি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।