কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সাংবাদিকদের নিয়ে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কতৃক আয়োজিত ৮ এবং ৯ জানুয়ারি দুইদিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সমাপ্ত হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুবিসাসের মোট ২৮ জন সদস্যকে নিয়ে আয়োজিত কর্মশালাটি সোমবার ০৯ জানুয়ারি বিকেল ৪ টায় পিআইবির সেমিনার কক্ষে সার্টিফিকেট প্রেরণের মাধ্যমে সমাপ্ত হয়।
এতে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।
এর আগে দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মজো বিশেষজ্ঞ ড. জামিল খান, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
দুইদিনের এই কর্মশালায় সাংবাদিকদের তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে মোবাইল সাংবাদিকতার নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকদের তথ্য এবং নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। আমরা গতানুগতিক ধারার বাহিরে গণমাধ্যম এবং সংবাদে আকর্ষিত হতে পারছি না। এটি আমাদের জতীয় সংকট। সাংবাদিকদের আরও বেশি দক্ষ এবং প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটাতে হবে। পিআইবি সর্বদা সংবাদের যত্নে সাংবাদিকদের জ্ঞানার্জনের সুযোগ দিয়ে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের দক্ষতা অর্জনের দিকে নজর দিতে হবে। মোবাইল সাংবাদিকতা সংবাদের মৌলিক বিষয়কে অস্বীকার করে না। তবে এটি সংবাদের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই নতুন পথে বাধার সাথে অপার সম্ভাবনাও রয়েছে।