নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’এই ¯েøাগানে শেরপুরের নকলায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব।রোববার সকালে নকলা মডেল প্রাথমিক বিদ্যালয়, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা: ফজিলাতুন নেছা, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগন, শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।