1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাবুয়া খালে বিভিন্নস্থানে বাঁধ-নিচের দিকে থাকা শত শত কৃষকের ক্ষেত পানির অভাবে শুকিয়ে মরছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা । সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক এর মতবিনিময় চন্দনাইশে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত-৫ চন্দনাইশ হাশিমপুরে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনুর গণ-সংযোগ ৭২ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কার স্বার্থে চন্দনাইশ বরুমতি খালের উপর ৩ সেতু আছে সংযোগ সড়ক নেই ৬৫ জন নারী কর্মী পেল ৬৭ লক্ষ ২০ হাজার টাকা  চন্দনাইশে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয় ও সনদ বিতরণ  পশ্চিম সুলতানপুর স্কুলে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত চন্দনাইশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করেছেন চেয়ারম্যান

ডাবুয়া খালে বিভিন্নস্থানে বাঁধ-নিচের দিকে থাকা শত শত কৃষকের ক্ষেত পানির অভাবে শুকিয়ে মরছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি॥
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৯০ বার

রাউজান উপজেলার ডাবুয়া খালের বিভিন্নস্থানে বাঁধ দিয়ে যার যার সুধিধা মত পানি ধরে রাখছে। এই খালের পানির উপর নির্ভরশীল কৃষিজীবিদের মাঝে পানির ভাগাভাগি নিয়ে অসন্তোষ বাড়ছে। এমন অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে পাহাড়ী এলাকা থেকে নেমে আসা এক ¯শ্রোতা খালটির উপড়ের দিকে কয়েকটি জায়গায় বাঁধ দিয়ে পানি ধরে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। খালের মাঝে দেয়া বাঁধের কারণে নিচের দিকে থাকা শত শত কৃষকের ক্ষেত খামার পানির অভাবে শুকিয়ে মরছে। স্থানীয়রা বলেছেন এক ¯শ্রোতা খালটির পানির প্রবাহ পাহাড়ী অঞ্চল থেকে। রাউজানের ডাবুয়া, হলদিয়া, চিকদাইর, গহিরা ইউনিয়নের কয়েক হেক্টর জমির চাষাবাদ এই খালের পানি উপর নির্ভরশীল। উপড়ের দিকে থাকা হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন,জানি পাথর ও বৃক্ষবানুপুরের একাধিকস্থানে বাঁধ দিয়ে রাখায় নিচের দিকের প্রায় পাঁচ কিলোমিটার খাল পানির অভাবে শুকিয়ে আছে। তিনটি ইউনিয়নের শত শত কৃষকের ক্ষেত খামার পানির অভাবে শুকিয়ে মরছে। পরিদর্শন কালে দেখা গেছে এই খালে মধ্যখানে বড়চেয়ে বড় বাঁধটি দিয়ে রেখেছে হলদিয়া ইউনিয়নের সাবেক মেম্বার শাহজাহান। এই বাঁধটি দেয়ার ফলে উপড়ের দিকে খালটি পানিতে টাইটুম্বর হয়ে আছে। নিচের দিকে কয়েক কিলোমিটার খাল শুকিয়ে আছে। পানি বঞ্চিত কৃষকদের অভিযোগ বাঁধ দিয়ে আটকে রাখা পানির সুবিধা নিচ্ছে ওই এলাকার কৃষক ছাড়াও কয়েকটি ইটভাটা।
ডাবুয়া এলাকার পানি বঞ্চিত কৃষকদের মধ্যে মোহাম্মদ নাজিম উদ্দিন,জামাল,বাবুল,মঈন মিলে ৭৫ একর জমিতে তরমুজ চাষ করেছেন। তাদের দাবি ৫০ লাখ টাকার বেশি ঋন নিয়ে চাষাবাদে নেমে তারা তরমুজ করেছেন। পানির সেচ দিতে না পারায় ক্ষেতের চারা শুকিয়ে যাচ্ছে। বাঁচিয়ে রাখার চেষ্টায় এক কিলোমিটার দুরের পুকুর ডোবা থেকে পাইপে পানি টেনে এনে ক্ষেত বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এখন ভবিষৎ নিয়ে শংকার মধ্যে আছি। আবুল কাসেম নামে অপর এক কৃষক বলেছেন তিনি আড়াই একর জমিতে সৌসুমী ক্ষেত খামার করেছেন। পানির সেচ দিতে না পারায় এখন রোপন করা চারা লালচে রং ধারণ করেছে।
খালের মাঝে বাঁধ দিয়ে রাখা হলদিয়ার সাবেক মেম্বার শাহজাহানের সাথে কথা বললে তিনি দাবি করেন তিনি এক শত ২০ কানি জমিতে চাষ করছেন। পানির ভাগাভাগি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে এলাকার কৃষকরা সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে তিনি যে বাঁধ দিয়েছেন, সেই বাঁধের নিচে পানি প্রবাহের জন্য মোটা পাইপ দিয়েছেন। তবে পরিদর্শনের সময় দেখা যায় ওই বাঁধের নিচে কোনো পাইপ দেয়া নেই। বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন নিচের দিকে পানি প্রবাহের ব্যবস্থা রেখে শাহজাহান মেম্বারকে নিচু করে বাঁধ দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছিল। নিচের পানি প্রবাহের ব্যবস্থা রাখা না হলে বাঁধ কেটে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম