1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী ঋষিধাম ও তুলসিধাম সনাতন ধর্মাবলম্বীদের এক মহা মিলনস্থল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক আনোয়ার খুটাখালী ক্রিকেট একাদশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভাষা শহিদ সালামের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠিত ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আনোয়ারা উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে সবার কাছে আনারস মার্কায় ভোট চাইলেন কাজী মোজাম্মেল নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক- ৩ ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ! Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya

বাঁশখালী ঋষিধাম ও তুলসিধাম সনাতন ধর্মাবলম্বীদের এক মহা মিলনস্থল

সবধরণের প্রস্তুতি সম্পন্ন, শুক্রবার থেকে ১১দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুরু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১০৯ বার
ক্যাপশনঃ ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে আলোক সাজে সজ্জিত বাঁশখালী ঋষিধাম ও তুলসিধাম।

ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৭ জানুয়ারী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী কোকদন্ডী ঋষিধামে ১১ দিনব্যাপী ২১ তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের প্রায় দুই হাজার সাধু-সন্ন্যাসী-বৈঞ্চব, সংগীতশিল্পী ও দেশের কয়েকজন মন্ত্রী আসবেন বলে আশা করা হচ্ছে। সনাতনী ধর্মের ২৫ লাখ তীর্থার্থীদের সমাগমের জন্য ঋষিধামের নিজস্ব ৪৪ একর জায়গা ছাড়াও আশপাশের ৮২ একর এলাকাজুড়ে এ মেলা ও ধর্মীয় উৎসব ২৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে। প্রতি তিন বছর পর পর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা মেলা দেশের একমাত্র বাঁশখালীতেই অনুষ্ঠিত হয়।

মেলা পরিচালনা পরিষদ সূত্রে জানা যায়, গোটা আয়োজন সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও মেলা কমিটির সদস্যদের উদ্যোগে ৪৩টি উপকমিটির মাধ্যমে এক হাজার ৭০০ জনের কর্মীবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। ৮২ একর এলাকা জুড়ে থাকবে সিসি ক্যামরার আওতাভুক্ত। সবকিছু সতর্কতার সাথে মনিটরিং করবে তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রাষ্ট্রীয় অতিথি ও বিদেশি অতিথিদের দ্রæত যোগাযোগ রক্ষার্থে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে স্থাপন করা হয়েছে হেলিপ্যাড। প্রতি তিন বছর অন্তর অন্তর শুভ ভৈমী একাদশী হতে মাঘী পূর্ণিমা পর্যন্ত দেশের সর্ববৃহৎ ধর্মীয় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ৬৩ বছর ধরে চলে আসা এই ধর্মযজ্ঞ এবার ২১তম আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা হতে যাচ্ছে।

এ উপলক্ষে ২৭ জানুয়ারি শুক্রবার আট কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মহাশোভাযাত্রা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সাবেক ক্রীড়ামন্ত্রী বিরেন শিকদার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমুখ। পুরো অনুষ্ঠানের পৌরহিত্য করবেন ঋষিধাম ও তুলসিধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। এভাবে পরবর্তী ১০ দিনের অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বিভিন্ন ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় অতিথিবৃন্দ।

ইতোমধ্যে ঋষিধামের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্যান্ডেল স্থাপন, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে, দেশ-বিদেশের সাধু, সন্ন্যাসী ও ভক্তদের জন্য টাঙানো হচ্ছে তিন হাজার অস্থায়ী ত্রিপল। যশোর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা স্টলের বরাদ্দ নিচ্ছেন। ওইসব মেলায় আনা হবে কুটির শিল্প, কারুি শল্প, মৃৎশিল্প, খেলনার দোকান, পুতুলের দোকান, প্রসাধনী সামগ্রী, পোশাক-পরিচ্ছদ, খাদ্য সামগ্রীর দোকান সহ আবহমান গ্রামবাংলার নানা সংস্কৃতির স্টল।

এ বিষয়ে বাঁশখালীর ঋষিধামে ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সভাপতি সুকুমার চৌধুরী বলেন, ‘জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কয়েকদফা বৈঠক করে ২৫ লাখ তীর্থার্থীর মিলনমেলা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশি-বিদেশি অতিথিদের জন্য সার্বিক নিরাপত্তাবলয় সৃষ্টি করা হয়েছে। তিনি আরো বলেন, ১১ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আট কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মহাশোভাযাত্রা, অতিথিশালার উদ্বোধন, শ্রী মদ্ভগবদগীতা পাঠ, ঋষিধ্বজা উত্তোলন, বেদমন্ত্র পাঠ, ১০৮ দীপমÐিত মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন, গুরু মহারাজের পূজা, দশমহাবিদ্যা পূজা, আন্তর্জাতিক ঋষি সম্মেলন, সনাতন ধর্ম সম্মেলন, সংগীতাঞ্জলি, রাষ্ট্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের বরণসভা, মহাপ্রসাদ বিতরণ, দেশি-বিদেশি ধর্মীয় শিল্পীদের নৃত্য ও গান, নাটক, গীতালেখ্যসহ যাবতীয় আচার-অনুষ্ঠানের কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করা হবে।

বাঁশখালীর ঋষিধামের প্রধান পুরোহিত মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ বলেন, ‘বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরস্থ কোকদন্ডী গ্রামে ১৯৫৭ খ্রিষ্টাব্দে মহাপুরুষ সাধক ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজ পরম পূণ্যপীঠ ঋষিধামে কুম্ভমেলার প্রবর্তন করেন। ঋষিধামের নামের সাথে সঙ্গতি রেখে তথা যুগে যুগে ঋষিপুরুষের স্মরণ, মনন ও স্মৃতি বহনের মানসে এ মেলাকে ‘ঋষিকুম্ভ’ নামকরণ করা হয়। এ মেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ,অনুরক্ত, সাধু ও সন্ন্যাসীরা ভিড় করেন। কুম্ভমেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামেও উৎসবের আবহ তৈরি হয়। হিন্দু পুরাণ অনুযায়ী ভারতের চারটি স্থানে কুম্ভমেলা হয়। এগুলো হলো হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও উজ্জয়িনী। তিন বছর পর চক্রাকারে চারটি স্থানে কুম্ভমেলা বসে। বাংলাদেশে একমাত্র ঋষিধামেই ৩ বছর পরপর এই মেলার আয়োজন হয়। প্রতিবারই ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক সন্ন্যাসী আসেন। যেন এটি সনাতন ধর্মাবলম্বীদের এক মহা মিলনমেলা।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘কুম্ভমেলা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে তিনশতাধিক আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘এটা একটা বৃহত্তর আন্তর্জাতিক ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যাবতীয় বিষয় প্রতিদিন আমি নিজে উপস্থিত থেকে মনিটরিং করব। সকলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠান সুন্দর ও সফলতা কামনা করি।’

মেলায় যেভাবে পৌঁছাবেন: ঢাকা থেকে এস.আলম, সৌদিয়া বাসে করে সরাসরি বাঁশখালী, চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল বা শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) বাস স্টেশন থেকে সরাসরি আনোয়ারা-বাঁশখালীগামী সুপার সার্ভিস, বাঁশখালী স্পেশাল সার্ভিস সহ যে কোন বাহনযোগে ৪০ কি:মি দক্ষিণে রামদাস মুন্সির হাট সংলগ্ন এলাকায় নেমে পায়ে হেটেই যাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম