1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে দিগন্ত জুড়ে সেজেছে সরিষার হলুদ ফুলের সমারোহে রোদ যেন হলুদবরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

লালমনিরহাটে দিগন্ত জুড়ে সেজেছে সরিষার হলুদ ফুলের সমারোহে রোদ যেন হলুদবরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৮৭ বার

লালমনিরহাটে দিগন্ত জুড়ে সেজেছে সরিষার ফুলের সমারোহে রোদ যেন হলুদ বরণ। লালমনিরহাটের চারদিকে তাকালেই দেখা যায় হলুদ রঙের ফুলের সমারোহ। ফুলের সঙ্গে মৌমাছির গুঞ্জন শুনতে বেশ ভালো লাগে। সরিষার মাঠে গেলে ফুলের গন্ধে মন ভরে ওঠে। যেন হলুদ রং মন কেড়ে নেয়। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে এ বছর লালমনিরহাটে সরিষার বাম্পার ফলন হবে বলে আশাবাদী কৃষকরা । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ওই সময়ে প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয়। ফলনও হয় বেশ ভালো। আমন ধান কাটার সঙ্গে সঙ্গে কৃষক কোমর বেঁধে মাঠে নামেন সরিষার আবাদ করতে। এক সময় লালমনিরহাটে আমন ধান কাটার পর বিস্তৃর্ণ জমিগুলো পড়ে থাকত। কিন্তু বর্তমানে লালমনিরহাটে আমন ধানের জমিতে সরিষার আবাদ হচ্ছে। কৃষকরা আশা করছেন কোনো রোগবালাই না হলে এবার লালমনিরহাটে সরিষার বাম্পার ফলন হবে। লালমনিরহাট জেলার ৫ উপজেলায় সরিষার ব্যাপক আবাদ হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার হারাটীর কাজীর চওড়া গ্রামের কৃষক জানান, এ বছর তিনি ১ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। এখন পর্যন্ত কোনো প্রকার রোগবালাই দেখা দেয়নি। প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে বিঘা প্রতি ৪ থেকে ৬ মন হারে সরিষার ফলন হবে। একই কথা জানিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার পাঠান পাড়া এলাকার কৃষক কাশেম আলী। অপরদিকে আদিতমারী উপজেলার কৃষক জানান, সরিষা আবাদের পরই জমিতে বোরো ধানের আবাদ করা যায়। এতে জমিতে সার কম লাগে। তাছাড়া সরিষার পাতা ও শিকড় সবুজ সারের কাজ করে এবং বোরো ধানের ফলনও ভালো হয়। কালীগঞ্জ উপজেলার কৃষক জানান, সরিষার চাষে লাভ বেশি খরচ কম। তাছাড়া সহজেই বিক্রি করা যায়। সরিষার আবাদ ঘরে তোলার পর ওই জমিতেই আবার কম সারে বোরো ধানের চাষ করা যায়। তাই লালমনিরহাটের কৃষকরা সরিষার চাষ করে আসছেন। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি মৌসুমে জেলার ৫ উপজেলায় ২ হাজার ৫শ ৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এ পর্যন্ত জেলায় আবাদ হয়েছে ২হাজার ৬শ ৩৫ হেক্টর জমিতে। তবে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ ও কৃষকরা আশাবাদী। সরিষা আবাদে চলতি বছর লক্ষ্যমাএা ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম