ঠাকুরগাঁও জেলায় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে ঠাকুরগাঁও সদর উপজেলা ট্রাস্কফোর্স কমিটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা প্রমুখ। সভায় ট্রাস্কফোর্সের সদস্য, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন। গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।