রাউজানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।সোমবার সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে এই মেলা উদ্বোধন করেন তিনি
প্রত্যেকটি স্টল পরিদর্শন করে।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভুমি রিদওয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ- সভাপতি আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী,সরোয়ারদি সিকদার, শফিকুল ইসলাম প্রমুখ। এই মেলায় ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান ১৪টি ইউনিয়ন পরিষদ, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে ৬৩টি স্টল বসে। স্টলগুলোতে বিভিন্ন প্রকার প্রযুক্তি উদ্ভাবন করেন শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।