প্রতিবছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ‘যশপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বার নাছির উদ্দীন, ‘যশপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’এর সদস্য আলী মিয়া, মো: আবদুল হক, মো: আবুল খায়ের ও শাহ আলম সহ বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ।
‘যশপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর সদস্যরা সাংবাদিকদের জানান, প্রতিবছরের ন্যায় এবারও যশপুর গ্রামের অসহায় পরিবারের কথা চিন্তা করে মাহে রমজান উপলক্ষে ইপতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা চেষ্টা করবো, ধারাবাহিকভাবে সবসময় অসহায় মানুষের পাশে থাকতে। এ সময় তারা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।