1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন

ঈদগাঁও’র স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী আটক

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার

কক্সবাজারের ঈদগাঁওতে যৌতুকের দাবিতে নির্যাতন করে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী মোহাম্মদ আলী ভুট্টোকে যৌথ অভিযানে আটক করেছে র‍্যাব-১ এবং র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুট্টোর অবস্থান নিশ্চিত করে ১৭ এপ্রিল ঢাকা গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে র‌্যাবের আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া এলাকার মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোর বসতবাড়ি হতে তার স্ত্রী কামরুন্নাহার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত এক বছর আগে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টোর সাথে কামরুন্নাহার এর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য ভুট্টো এবং তার পরিবার কামরুন্নাহারকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি তার স্ত্রীকে দুই লক্ষ টাকা নিয়ে আসার জন্য মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

এরপর গত ৩১ মার্চ ভুট্টো ও তার পরিবারের সবাই মিলে ফোন করে ভিকটিমকে তাদের বাড়িতে নিয়ে আসে। তবে কামরুন্নাহার তার স্বামীর বাড়িতে আসার সময় তার বাবার নিকট হতে ৫০ হাজার টাকা নিয়ে আসে। কিন্তু চাহিদাকৃত যৌতুকের দুই লক্ষ টাকা না পাওয়ায় গত ১২ এপ্রিল আনুমানিক ভোর সাড়ে ৪ টার সময় অন্যান্য বিবাদীদের প্ররোচনায় ভুট্টো পাশবিক নির্যাতন করে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে।

কিন্তু কামরুন্নাহারের পরিবার বাদী হয়ে ঈদগাঁহ থানায় হত্যা মামলা রজু করার পর ভিকটিমের স্বামী ভুট্টোসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত ঘটিনার পর থেকেই র‌্যাব ১৫ এ সংক্রান্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হত্যাকারীদের গ্রেফতার করতে বিভিন্ন অভিযান পরিকল্পনা করে। কিন্তু আসামীরা নিয়মিত তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মোহাম্মদ আলী ভুট্রো
উক্ত হত্যা হত্যাকান্ডের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম