1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে প্রচার-প্রচারণায় জমে উঠেছে বনজাগিদার (ভিলেজার-হেডম্যান) নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান  *জরুরী রক্ত প্রয়োজন*রক্তের গ্রুপ: AB+ (এবি পজেটিভ) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ কক্সবাজারে সাংবাদিকদের উপর আ’লীগ-ছাত্রলীগের হামলা সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে দোহাজারীতে বিক্ষোভ মিছিল  এমএসআর’র ১ কোটি ২৬ লক্ষ টাকা লুটপাট সমস্যায় জর্জরিত চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স-অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন নবীনগরে কুতুবিয়া দরবার শরীফে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

খুটাখালীতে প্রচার-প্রচারণায় জমে উঠেছে বনজাগিদার (ভিলেজার-হেডম্যান) নির্বাচন

সেলিম উদ্দীন, ঈদগাঁও 
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৫৯ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের বনজাগিদার (ভিলেজার) হেডম্যান নির্বাচন জমে উঠেছে।

আগামীকাল শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এমনকি পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণায় ছুটে চলেছে প্রার্থী-ভিলেজাররা। তবে
ভোটাদের মধ্যেও দেখা যাচ্ছে বেশ আগ্রহ।

প্রায় ১ যুগ পরে অনুষ্ঠিত হেডম্যান ও সহকারী হেডম্যান নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন পুরাতন মিলে ৬ জন প্রার্থী। ইতিমধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনের মাঠ সরব হয়ে উঠেছে।

খুটাখালী বনবিটের বনজাগিদার হেডম্যান নির্বাচনে
এবারের প্রার্থীরা হলেন- বর্তমান হেডম্যান ছৈয়দুল হক (চেয়ার), সাবেক হেডম্যান প্রবীণ মুরব্বী নুরুল আলম (আনারস) ও তরুণ হেডম্যান প্রার্থী আবুল কালাম (ছাতা)।

অপরদিকে সহকারী হেডম্যান পদে মরহুম শফি আলম হেডম্যান পুত্র রেজাউল করিম, ছৈয়দ আকবর ও আবদুর রহিম।

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় সংশ্লিষ্ট প্রার্থীদের দেখা গেলেও সমর্থকদের দেখা মিলছে না। এরই মধ্যে বর্তমান হেডম্যান ছৈয়দুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।

একাধিক বনজাগিদার (ভিলেজার) বলছেন, খুটাখালী বনবিটের হেডম্যান পদে নবীন-প্রবীণ মিলে মনোনয়ন জমা দেওয়ায় ভিলেজারদের কৌতূহল বেশি।
চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। মুলতঃ চেয়ার-ছাতা প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এ ছাড়া কৌশলগত কারণে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রবীণ হেডম্যান নুরুল আলম অংশ নিচ্ছেন।

ভোটাররা জানান, দলনেতা হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে- এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। বন খেকো, দখলবাজ কোনো প্রার্থীকে তারা চান না। আগামীকাল শনিবার শান্তিপূর্ণ পরিবেশে হেডম্যান নির্বাচনে গাছ বান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে চান।

খুটাখালী বনবিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বন রক্ষায় পাহারা টিমকে আরো গতিশীল এবং সক্রিয় করতঃ ভিলেজারদের দাবীর প্রক্ষিতে মুলতঃ হেডম্যান নির্বাচন করা হচ্ছে। হেডম্যান -সহকারী হেডম্যান ২টি ক্যাটাগরিতে ভোট হবে। প্রায় ৮০ জন বনজাগিদার (ভিলেজার) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শনিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১ টা নাগাদ চলবে। নির্বাচনে সহকারী বন সংরক্ষক ফুলছড়ি, রেঞ্জ কর্মকর্তা, সংশ্লিষ্ট বিটের স্টাফসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম