1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিসুরের এ বেনামে ৫টি অ্যাম্বুলেন্স সহ রয়েছে সম্পদের পাহাড়! মোঃ মজিবর রহমান শেখ, - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীপুর তুলা উন্নয়ন গবেষণা ও বীজ বর্ধন খামারে প্রকল্পের ১৪ জন কর্মচারীর ভবিষ্যৎ অন্চিত!মানা হয়নি সর্বোচ্চ আদালতের রায়কে মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি ! মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত বঙ্গুবন্ধু নয় গোলাম আজম হচ্ছে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাংঙ্গালী-জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী গণভবনকে জাদুঘরে রূপান্তরের ঘোষণায়। প্রস্তাবকারী জ্ঞানভিত্তিক সামাজিক  আন্দোলনের সভাপতি এম এ বার্নিক ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন পরিবার শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর মতবিনিময় সভা নবীগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১ ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২০ বসতঘর,

ঠাকুরগাঁও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিসুরের এ বেনামে ৫টি অ্যাম্বুলেন্স সহ রয়েছে সম্পদের পাহাড়! মোঃ মজিবর রহমান শেখ,

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁয়ে রয়েছে সর্দ্য নুতুন ভবনে ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল।অন্য দিকে আধুনিক সদর হাসপাতালে দির্ঘ ১৫ বছর থেকে সরকারি এম্বুলেন্সের ড্রাইভার হিসেবে কর্মরত আছেন আনিসুর রহমান নামে একই ব্যক্তি। আনিসুর রহমানের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায় চাম্পাতলি গ্রামে। বাবা-মায়ের ৫ সন্তানের মধ্যে আনিসুর রহমান ২য় সন্তান ।

জীবন জীবিকার শুরুতেই আনিসুর রহমান মাইক্রোবাসের হেলপার হিসেবে নিযুক্ত হন দিনাজপুর হাসপাতালের সামনে থাকা মাইক্রো-স্টানে।সেখান থেকে শুরু গাড়ির স্টার্টিং ধরা। বেশ কয়েক বছর মাইক্রোবাস চালানোর পর দিনাজপুর হাসপাতালে ডাঃ ও কর্তা বাবুদের নজরে আসার জন্য শুরু করেন ডাঃ বাবুদের গাড়ি চালানো। উল্লেখ্য: আনিসুর রহমান কর্ম জীবনে ছিলেন অতি ধূরন্ধর ও চালাক । বাবার কিছু আবাদি জমি বিক্রি করে সরকারি ড্রাইভার হিসাবে চাকরি নেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। তখন থেকে এই ড্রাইভারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আনিসুর রহমান এম্বুলেন্স চালান দীর্ঘদিন ধরে তাই হাসপাতালে ডাঃ ও কর্তা বাবুদের বিশ্বাস রয়েছে তার প্রতি। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন একাধিক রোগী পরিবহন সেক্টরে এম্বুলেন্স এর ব্যবসা যার বর্তমান সংখ্যা (৫) পাঁচটি । (৫) পাঁচটি অ্যাম্বুলেন্সে দিনরাত ব্যবসা করছেন দুই ভাই মিলে। তাদের রয়েছে এম্বুলেন্সের একাধিক ড্রাইভার সোহাগ এর গাড়ীর নং ঢাকা মেট্রো মেট্রো ছ ৭১-০০৫৭.ইব্রাহিম ঢাকা মেট্রো ছ ৭১-০৯৪০, ড্রাইভার বাবু ঢাকা মেট্রো চ ০২-৩৬৩৩,বড় ভাই আলতাফ চালায় ঢাকা মেট্রো ছ ৭১-০২২৪, ইদ্রাহিম ড্রাইভার চালায় ঢাকা মেট্রো ছ ৭১-০১১১ সহ আর ও দুই জন ড্রাইভার। অন্যদিকে রয়েছে সরকারি এমবুলেসের চলাচল এর হিসাব নিয়ে নানা জনে নানা প্রশ্ন ,সূত্রে মতে জানা যায়, রোগী পরিবহন কালে যদি ভাড়া হয় বগুড়া,রাজশাহীর,ঢাকার ভাড়া, তাহলে তিনি কাগজে কলমে দেখান দিনাজপুর অথবা রংপুরের ভাড়া। আর এই যাতায়াতের ভাড়া সেবায় যতটুকু তেল খরচ হয় তার বেশিরভাগ তেল সরকারি দপ্তর থেকে নেওয়ার চেষ্টা করেন ড্রাইভার আনিসুর। পেট্রোল পাম্পের সঙ্গে রয়েছে তার দুই যুগ ধরে নিরব সখ্যতা।রোগী পরিবহনের সরকারি অ্যাম্বুলেন্স টি ভাড়ায় না যাওয়ার ভ্যান করে তার নিজস্ব পরিবহনের এম্বুলেন্স নিয়ে ছুটেন দিনাজপুর রংপুর মেডিকেল কলেজে।এর কারণ হিসাবে বেশিরভাগ সময় সরকারী অ্যাম্বুলেন্সটি থাকে কোন না কোন কারণে নষ্ট ।তার এম্বুলেন্সের বাস ভবনের ব্যাপারে রয়েছে নানা অভিযোগ,যেমন ,তার নিজ হাসপাতালের ভিতরের বাস ভবনে তিনি কোনদিন ও থাকেন-নি সেই ভবনে থাকছেন তার বড় ভাই ড্রইভার আলতাফ তিনি সেখান থেকে রোগী পরিবহনের সরকারি এম্বুলেন্স টি ভাড়ায় ঠিক না করে তার নিজস্ব পরিবহনের ৫ টি এম্বুলেন্স নিয়ে ছুটেন দিনাজপুর রংপুর মেডিকেল কলেজে। আনিসুর ড্রাইভারে (৫) পাঁচটি এম্বুলেন্স আনুমানিক বাজার মূল্য ১/ থেকে ডের কোটি টাকার উপরে।এই অনিয়ম করে সম্পত্তি ও অঢেল অর্থের মালিক বনে যাওয়া আনিসুর এতটাই বেপরোয়া যে সরকারি এম্বুলেন্স ভাড়া করতে গেলে বলে যে সরকারি গাড়িতে ভাড়া বেশি লাগবে প্রাইভেট ব্যক্তিগত গাড়িতে রোগী নিয়ে যান আমি আমার ভাই ও ড্রাইভারদের বলে দিচ্ছি। স্বাস্থ্য দপ্তরের এ রকম অনেক অনিয়ম এখন নিয়মে পরিণত হয়ে পড়েছে এতে বিপাকে করেছে সাধারণ রোগীর সজনরা। রোগীর স্বজনরা মনে করেন একজন ড্রাইভার হয়ে এতগুলো গাড়ির মালিক হওয়া অ-স্বাভাবিক তাই দুদক সহ নিজ দপ্তরে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম