রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি
জেলার রামগড়ে ১নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাতির খেদা এলাকায় ইজারা ব্যতীত পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট উল্লেখিত স্থান থেকে পাইপসহ বালু উত্তোলনের দুটি মেশিন, একটি এস্কেভেটর, উত্তোলিত বালু পরিবহনের জন্য বালু বোঝাই একটি ট্রাক এবং প্রায় ৫০০০ ঘনফুট সাদা বালু জব্দ করে।
এসময় অভিযুক্ত মো: ওমর শরীফকে ৩০০০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদণ্ড করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্লবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এই অর্থদণ্ড দেন।