1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় বেইমান জাতীয় পার্টিকে ‘উৎখাত’ করতে বিজয় নগর যাচ্ছেন হাসনাত-সার্জিসর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জিতায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পয়সা কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত আছে ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ-ড.জাহাঙ্গীর আলম শ্রীপুরে পরকিয়ার জেরে দুই সন্তান জননীর আত্মহত্যা! ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর) চৌদ্দগ্রামে বিভিন্ন ট্রাক হোটেলে র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ৭ আ.লীগের সহ-সভাপতি বিএনপি’র কর্মী সেজে আ.লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রীর ইন্তেকালে জামায়াতের শোক জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের কমিটি বানিজ্যের অভিযোগে হোমনায় বিএনপির বিক্ষোভ মিছিল মাগুরায় যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চট্টগ্রামে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮০ বার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার নগরের জামালখান এলাকায় দাওয়াত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি এস এম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ)  সভপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আইয়ুব আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নেতা সাইফুল ইসলাম শিল্পী, মজুমদার নাজিম উদ্দীন, রিহ্যাব সদস্য আব্দুল গাফ্ফার মিয়াজি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্যাব চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সম্পাদক সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, নুরুদ্দিন খান, হাসান মুকুল, বশির আল মামুন, তুষার কান্তি দেব, এস এম আকাশ, নুর মোহাম্মদ রানা, এস এম ওমর ফারুক, ভুপেন দাশ, এম এ হোসাইন, নাছির উদ্দন রকি, নুরুদ্দিন খান সাগর, এম আর আমিন, গাজি লিটন, মোহাম্মদ কাউসার, আব্দুল মতিন চৌধুরী রিপন, আবু হেনা খোকন, রাজিব সেন প্রিন্স, উজ্জল দত্ত, নজরুল ইসলাম, তানভীর আহমেদ, মিলাদ উদ্দীন মুন্না, মুজিব উল্লাহ তুষার, জাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম রানা, ইমরান সোহেল, আবু জাফর, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির হাসানুল আলম মিথুন, মাহবুবুর রহমান, মাহবুবুল আলম, ব্যবসায়ী সরোয়ার আলম লিটন, রেল কর্মচারী শাহাদাত হোসেন, সাজ্জাদ হোসেন, মহিউদ্দিন, শেখ জামাল প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, রহমতের মাস, এই মাসে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের এমন আয়োজন সাংবাদিকদের একটি মিলন মেলায় পরিনত হয়েছে। রেল একটি সরকারি সেবামুলক সংস্থা এই সংস্থা নিয়ে সাংবাদিকদের একটি সংগঠন আমাদের মাঝে আশার আলো সঞ্চার করেছে। রেল আগের চেয়ে অনেক আধুনি হয়েছে, সেবার মান অনেক বেড়েছে। আবার কিছু ক্ষেত্রে অনিয়মও আছে, আপনারা যেকোন অনিয়ম নিয়ে লিখবেন, পাশাপাশি তাদের ভালো কাজেরও প্রশংসা করতে হবে। ভালো কাজগুলো তুলে ধরলে অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হবে। সাংবাদিরা জাতির বিবেক তাদের লেখনিতে সমাজের অন্যায় অবিচার পালিয়ে যাবে। সাংবাদিকদের সৎ জীবন যাপন করতে হবে,  আশা করব আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের বদনাম হয়। আমরা আপনাদের সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। যেকোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। বর্তমান বাজারে একটি বিষয় লক্ষ্য করা যায়, রমজান মাস এলেই এক শ্রেণির লোভী ব্যবসায়ীরা ভোক্তাকে ঠকিয়ে নিজেরা সম্পদের পাহাড় গড়ে তোলার চিন্তায় মগ্ন হয়ে পড়ে। ভোক্তাদের ঠকিয়ে তারা সাময়িক অর্থ আয় করতে পারলেও আসলে তারা ভালো নেই। অন্তরে তাদের শান্তি নেই। এসব অরাজকতা থেকে রক্ষা পেতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে এসব সিন্ডিকেট ভাঙতে হবে। ভেজাল খাদ্য ও মজুতদারি সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তাহলে ব্যবসায়ীরা হয়তো একটু মানবিক হওয়ার চেষ্টা করবেন বলে আমরা আশা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম