1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইউপি সদস্য কর্তৃক অরসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান  *জরুরী রক্ত প্রয়োজন*রক্তের গ্রুপ: AB+ (এবি পজেটিভ) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ কক্সবাজারে সাংবাদিকদের উপর আ’লীগ-ছাত্রলীগের হামলা সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে দোহাজারীতে বিক্ষোভ মিছিল  এমএসআর’র ১ কোটি ২৬ লক্ষ টাকা লুটপাট সমস্যায় জর্জরিত চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স-অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন নবীনগরে কুতুবিয়া দরবার শরীফে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ইউপি সদস্য কর্তৃক অরসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অপরিপক্ক (কাঁচা) আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট শিশুদের ঝগড়ায় মার খাওয়া ভাতিজার পক্ষে নালিশ দিয়ে গিয়ে মো: শাহআলম প্রকাশ কালা নামে এক ইউপি সদস্য কর্তৃক ন্যাক্কারজনক হামলার শিকার হয়ে গুরুতর রক্তাক্ত আহত হয়েছেন সিরাজুল ইসলাম নামের পূবালী ব্যাংক এর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গত শনিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। ঘটনার পর আহত ব্যক্তির কিছু রক্তাক্ত ছবি ও ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। ইউপি সদস্য কর্তৃক নিজ ওয়ার্ডের একজন বৃদ্ধ নাগরিকের উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার নিজ গাছের কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে ভুক্তভোগির ভাতিজা ফারদিন এর সাথে স্থানীয় ইউপি সদস্য মো: শাহআলম এর ছেলে ও তাদের বাড়ীর আরো কয়েকজন ছেলের ঝগড়া বাঁধে। এতে ফারদিন মার খায় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ফারদিনের জেঠা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও বড় ভাই অন্তর প্রতিপক্ষ শিশুদের অভিভাবক স্থানীয় ইউপি সদস্য শাহআলম এর নিকট নালিশ করতে যান। এ সময় ইউপি সদস্য শাহআলম ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। হামলায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হন। এ সময় তাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পািলয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিরাজুল ইসলামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন। তার মাথায় ব্যান্ডেজ এবং হাতের আঙ্গলে কয়েকটি সেলাই লাগে। ঘটনার পর ভুক্তভোগি সিরাজুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে ইউপি সদস্য শাহআলমকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ভুক্তভোগি সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ভাজিতাকে মারার ঘটনার বিচার চাইতে গিয়ে আমাদের ওয়ার্ড মেম্বার শাহআলম আরো কয়েকজন সহ লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা করে। হামলায় আমি ও আমার ভাতিজা আহত হয়। পরে আমাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

অভিযুক্ত শাহআলম মেম্বার বলেন, ‘আমার এবং সিরাজুল ইসলামের মধ্যে তার ভাতিজার বিষয়টি নিয়ে ঝগড়া হলেও মারামারির কোনো ঘটনা ঘটেনি। তিনি কিভাবে আহত হয়েছেন বিষয়টি আমার জানা নেই।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী জানান, ‘কালিকাপুরে ইউপি সদস্য কর্তৃক বয়স্ক একজনের উপর হামলার বিষয়ে থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম