মো: মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়রম্যান পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন একই পরিবারের ৩ জন তারা হলেন –বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ আলী, তার ছোট ভাই ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছোট ছেলে মোঃ আলী আফসার এবং ১ নং – পাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল।
ভাইস চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম ভাসানী এবং আমজানখোর ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোঃ শেখ আইয়ুব আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গী উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মোছাঃ সীমা আক্তার। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ দলিল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।